ইবাদতে কুমন্ত্রণা

 

ইবাদতে কুমন্ত্রণা 


 ঈমানের ন্যায় “ইবাদতে”ও শয়তান কুমন্ত্রনা দিয়ে থাকে এবং এই কাজে সে একা নয়, তার সাথে একটি সুশৃঙ্খল বাহিনীও রয়েছে। প্রসিদ্ধ মুফাসসির, হাকীমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁন (রহমাতুল্লাহি আলাইহি) বলেন: শয়তানের বংশধরের (অথার্ৎ ইবলিশের সন্তানদের) বিভিন্ন দল রয়েছে, তাদের নাম ও কাজ আলাদা আলাদা, সুতরাং ‘অযু’তে প্ররোচনা প্রদানকারী দলের নাম ওয়ালহান এবং ‘নামাযে’র মধ্যে প্রলোভিতকারী দলের নাম খিনযাব। অনুরূপভাবে মসজিদে, বাজারে, মদের আসরে তাদের আলাদা আলাদা বাহিনী রয়েছে। (মিরআত ১ম খন্ড, ৮৫ পৃষ্ঠা)।

_____________

কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার

লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

Post a Comment

নবীনতর পূর্বতন