ভয়ানক কুমন্ত্রণা
নবীয়ে করীম, রউফুর রহীম (ﷺ) َএর সম্মানিত খিদমতে উপস্থিত হয়ে এক ব্যক্তি আরয করলো: আমি অন্তরে এরূপ ধারণা অনুভব করি যে, তা বলার চেয়ে জ্বলে পুড়ে কয়লা হয়ে যাওয়াকেই অধিক পছন্দ করছি। তিনি ইরশাদ করলেন: আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে, এই ধারণা গুলোকে কুমন্ত্রণা বানিয়ে দিয়েছেন। (আস সুন্নাতু লি আবি আসেম, ১৫৭ পৃষ্ঠা, হাদীস নং- ৬৭০)
প্রসিদ্ধ মুফাসসীর, হাকিমুল উম্মত, হযরত মুফতি আহমদ ইয়ার খাঁন (রহমাতুল্লাহি আলাইহি) বলেন: অথার্ৎ আল্লাহ তায়ালা এই ধারনাকে কুমন্ত্রণার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, যার কারণে কোন আটকও রাখেননি, তা দয়াময় আল্লাহ তায়ালা বান্দার দূর্বলতা ও অপারগতা হিসেবে মনে করেন। (মিরাত, ২১ খন্ড, ৮৬ পৃষ্ঠা)।
_____________
কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার
লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন