কুমন্ত্রণা ক্ষমাযোগ্য
হযরত সায়্যিদুনা আবু হুরায়রা (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) থেকে বর্ণিত, প্রিয় নবী, রাসূলে আরবী, হুযুর পুরনুর (ﷺ) ইরশাদ করেন: নিঃসন্দেহে আল্লাহ তায়ালাَ আমার কারণেই আমার উম্মতের মনের ধারণা (অর্থাৎ কুমন্ত্রণা) ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত এর উপর কাজ বা কথা বলবে না। (সহীহ বুখারী, ২য় খন্ড, ১৫৩ পৃষ্ঠা, হাদীস নং- ২৫২৮)
প্রসিদ্ধ মুফাসসীর, হাকীমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খাঁন (রহমাতুল্লাহি আলাইহি) এই হাদীসের ব্যাখ্যায় বলেন: খারাপ ধারণার কারণে আটক করা হবে না, এটা এই উম্মতের বৈশিষ্ট্য, পূর্ববর্তী উম্মতদের এই বিষয়েও (অর্থাৎ কুমন্ত্রণা অন্তরে আসলে বা ইচ্ছাকৃত ভাবে আনলে) আটকানো হতো, মনে রাখবেন যে, খারাপ ধারণা এবং খারাপ ইচ্ছা হচ্ছে সম্পূর্ণ আলাদা, খারাপ ইচ্ছার কারণে আটকানো হয় এমনকি কুফরের ইচ্ছাও “কুফরী”। (মিরাত, ১ম খন্ড, ৮১ পৃষ্ঠা)।
_____________
কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার
লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন