কুমন্ত্রণার কারণে কখন আটকানো হয়
খাতেমুল মুহাদ্দিসিন, হযরত আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী (রহমাতুল্লাহি আলাইহি) বলেন: যে খারাপ ধারণা মনের মধ্যে অনিচ্ছাকৃত ও হঠাৎ করে চলে আসে, একে হাজিস বলে, এটি অস্থায়ী, এই এলো এই গেলো। এটি পূর্ববর্তী উম্মতদের জন্যও ক্ষমাযোগ্য ছিল এবং আমাদের জন্যও ক্ষমাযোগ্য, কিন্তু যা মনের মধ্যে রয়ে যায়, তাও আমাদের জন্য ক্ষমাযোগ্য, পূর্ববর্তী উম্মতদের জন্য ক্ষমাযোগ্য ছিলোনা। যদি এর সাথে অন্তরে স্বাদ ও খুশি সৃষ্টি
হয়, তবে তাকে হাম্মা বলা হয়, এর কারণেও আটকানো হয়না আর যদি এর সাথেসাথে কাজটি সম্পাদন করার ইচ্ছা থাকে, তবে তা হলো আযম (দৃঢ় প্রতিজ্ঞা), এতে আটকানো হবে।
(আশিয়াতুল লুমআত ১ম খন্ড, ৮৫ পৃষ্ঠা)।
কুমন্ত্রণার কারণে ঈমান চলে যায় না
কুমন্ত্রণা যতই আসুক না কেন এবং যতই ভয়ানক হোক না কেন, এতে ঈমান নষ্ট হয় না! ঈমান সম্পর্কিত কুমন্ত্রণা আসার কারণে মন চিন্তাগ্রস্থ হওয়া, এই বিষয়ের নিদর্শন যে, অন্তর ঈমান দ্বারা পরিপূর্ণ। পারা ১৪, সূরা নাহলের ১০৬ নং আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেন:
مَن كَفَرَ بِٱللَّهِ مِنۢ بَعْدِ إِيمَٰنِهِۦٓ إِلَّا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُۥ مُطْمَئِنٌّۢ بِٱلْإِيمَٰنِ وَلَٰكِن مَّن شَرَحَ بِٱلْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ ٱللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
ইংরেজি: Whoever disbelieves in Allah after his belief... except for one who is forced [to renounce his religion] while his heart is secure in faith. But those who [willingly] open their breasts to disbelief, upon them is wrath from Allah, and for them is a great punishment;
কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং তার অন্তর ঈমানের উপর অবিচলিত থাকে।
কুমন্ত্রণাকে খারাপ মনে করাটাই হলো প্রকৃত ঈমান
প্রিয় ইসলামী ভাইয়েরা! ঈমানের ব্যাপারে কুমন্ত্রণা আসা ঈমানের পরিপূর্ণতার নিদর্শন, চোর বা ডাকাত ওখানেই যায়, যেখানে সম্পদের ছড়াছড়ি হয়ে থাকে, তেমনিভাবে যেখানে ঈমান অধিক মজবুত হবে, শয়তান তত বেশি বিরক্ত করবে। কোন মুসলমানের কুমন্ত্রণায় ভয় করা, চিন্তিত হওয়া, কেঁদে কেঁদে অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তায়ালার নিকট আশ্রয় প্রার্থনা করা আসলেই ঈমানী চেতনার নিদর্শন। প্রসিদ্ধ মুফাসসির, হাকিমুল উম্মত হযরত আহমদ ইয়ার খাঁন (রহমাতুল্লাহি আলাইহি) বলেন:“কুমন্ত্রণাকে খারাপ মনে করাটাই হলো প্রকৃত ঈমান।” (মিরাতুল মানাজিহ, ১ম খন্ড, ৮২ পৃষ্ঠা)
ইস্তিকামত দি’জিয়ে ইসলাম পর, কিজিয়ে রহমত এ্যয় নানায়ে হুসাইন।
দিল সে দুনিয়া কি হাওয়াস সব দূর হো, কিজিয়ে রহমত এ্যয় নানায়ে হুসাইন।
নায’আ, কবর ও হাশর, মি'যাঁ হার জাগা
কিজিয়ে রহমত এ্যয় নানায়ে হুসাইন।
(ওয়াসায়িলে বখশীশ, ৯৩ পৃষ্ঠা)।
_____________
কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার
লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন