প্রাণীদের উচ্ছিষ্ট সম্পর্কিত মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! দেখলেন তো আপনারা! অপবিত্রতার অনুসন্ধানে পরার প্রয়োজন নেই, অথচ এর সম্ভাবনা রয়েছে যে, হাউজে হিংস্র প্রানী যেমন; কুকুর পানি পান করেছে এবং যে আবদ্ধ অর্থাৎ ১০ গজের কম পানি কুকুর উচ্ছিষ্ট করে দেয় তা অপবিত্র হয়ে যায়। কিন্তু যে জানেই না যে, হিংস্র প্রাণী এর থেকে পানি পান করেছে কিনা, তার জন্য ঐ পানি পবিত্র। দা’ওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদীনার প্রকাশিত ১২৫০ পৃষ্ঠা সম্বলিত কিতাব “বাহারে শরীয়াত” প্রথম খন্ডের ৩৪২ পৃষ্টায় ১০ নং মাসয়ালায় রয়েছে: “শুকর, কুকুর, বাঘ, চিতা, নেকড়ে, হাতী, শেয়াল এবং অন্যান্য হিংস্র প্রাণীর উচ্ছিষ্ট নাপাক। এপ্রসঙ্গে হিংস্র প্রাণীর উচ্ছিষ্ট সম্পর্কিত আরো ৮টি মাদানী ফুলও আলোচনা করা হলো, َনিয়া ও আখিরাতে উপকার অর্জিত হবে।
(১) যে প্রাণীর মাংস খাওয়া যায়, চতুষ্পদ প্রাণী হোক বা পাখি, তাদের উচ্ছিষ্ট “পবিত্র”, যদিওবা নর (পুরুষ) হয়, যেমন; গাভী, ষাঁড়, মহিষ, ছাগল, কবুতর, তিতির ইত্যাদি।
(২) যে মুরগী বাইরে বিচরণ করে এবং আবর্জনায় মুখ দেয়, তবে এর উচ্ছিষ্ট মাকরূহ এবং যদি ঘরে বন্ধ থাকে, তবে পবিত্র।
(৩) অনুরূপভাবে অনেক গাভী যাদের অভ্যাস আবর্জনা খাওয়া, তাদের উচ্ছিষ্ট মাকরূহ এবং যদি এখনই নাপাকী খেয়েছে ও এরপর এমন কোন বিষয় পাওয়া যায়নি যার ফলে তার মুখ পবিত্র হয়ে গেছে আর এ অবস্থায় (যদি আবদ্ধ অথার্ৎ ১০ গজের কম) পানিতে মুখ দিলে তা নাপাক হয়ে যাবে। (আর যদি প্রবাহিত পানিতে মুখ দিয়ে পানি পান করে তবে মুখ পবিত্র হয়ে যাবে)
অনুরূপভাবে যদি ষাঁড়, মহিষ, ছাগলের নরদের (পুরুষ) অভ্যাস অনুযায়ী মাদীদে (নারী) প্রস্রাবের ঘ্রাণ নেয় এবং এতে তাদের মুখ নাপাক হয়ে যাবে আর এতক্ষন পর্যন্ত দৃষ্টির অদৃশ্য হয়নি যতক্ষনে পবিত্র হয়ে যায়, তবে তাদের উচ্ছিষ্ট অপবিত্র এবং যদি ৪টি (আবদ্ধ) পানিতে মুখ দেয় তবে প্রথম ৩টি অপবিত্র ও ৪র্থটি পবিত্র।
(৪) ঘোড়ার উচ্ছিষ্ট পবিত্র।
(৫) ঘরে অবস্থানরত প্রাণী যেমন: বিড়াল, ইঁদুর, সাপ, টিকটিকির উচ্ছিষ্ট মাকরূহ।
(৬) বিড়াল ইঁদুর খেলো এবং সাথেসাথেই পাত্রে মুখ দিলে তবে তা অপবিত্র হয়ে গেলো এবং যদি জিহ্বা দিয়ে মুখ চেঁটে নিলো যে, রক্তের চিহ্ন চলে গেলো, তবে অপবিত্র নয়।
(৭) ভালো পানি থাকাবস্থায় মাকরূহ পানি দ্বারা অযু ও গোসল করা মাকরূহ এবং যদি ভালো পানি না থাকে, তবে কোন ক্ষতি নেই। অনুরূপভাবে মাকরূহ উচ্ছিষ্ট খাওয়া ধনীদের জন্য মাকরূহ, গরীব ও অভাবীদের জন্য মাকরূহ বিহীনভাবে জায়িয।
(৮) যে সকল প্রাণীর উচ্ছিষ্ট অপবিত্র তাদের ঘাম এবং লালাও অপবিত্র এবং যে সকল প্রাণীর উচ্ছিষ্ট পবিত্র তাদের ঘাম এবং লালাও পবিত্র আর যে সকল প্রাণীর উচ্ছিষ্ট মাকরূহ তাদের ঘাম এবং লালাও মাকরূহ। (বাহারে শরীয়াত, ১ম খন্ড, ৩৪২ হতে ৩৪৪ পৃষ্ঠা)।
_____________
কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার
লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন