পবিত্রতার ক্ষেত্রে কুমন্ত্রণা
শয়তান পবিত্রতার ক্ষেত্রেও কুমন্ত্রণা প্রদান করে এবং সন্দেহ
ও সংশয় সৃষ্টি করে যে, এটা অপবিত্র, ওটা অপবিত্র। আপন
কুমন্ত্রণার প্রতি মনোযোগ দিবেন না, পবিত্রতার ক্ষেত্রে পবিত্র
শরীয়াতে আমাদের জন্য অনেক বেশী সহজতা রেখেছেন, কিন্তু দ্বীনের জ্ঞান কম হওয়ার কারণে অনেকে কুমন্ত্রণার শিকার হয়ে যায়। শরীয়াতের এই মাসয়ালা অন্তরে গেঁথে নিন যে, যতক্ষণ পর্যন্ত কোন জিনিস অপবিত্র হওয়ার ব্যাপারে দৃঢ়ভাবে অবগত না হয়, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তা অপবিত্র বলা যাবে না, বরং কোন জিনিসের অপবিত্রতা খোঁজার পেছনে পরার প্রয়োজন নেই।অপবিত্রতার ব্যাপারে অনুসন্ধান করার প্রয়োজন নেই
আমার আক্বা, আ’লা হযরত, ইমামে আহলে সুন্নাত, মাওলানা
শাহ ইমাম আহমদ রযা খাঁন (রহমাতুল্লাহি আলাইহি) ফতোয়ায়ে রযবীয়া ৪র্থ খন্ডের ৫১৫ পৃষ্টায় উদ্ধৃত করছেন: আমীরুল মু‘মিনিন হযরত সায়্যিদুনা ওমর ফারুক এক হাউজের নিকট দিয়ে যাচ্ছিলেন (সেই হাউজটি “দা’দরদা” অথার্ৎ ১০ গজের ছোট এবং আবদ্ধ পানির হুকুমে ছিলো আর আবদ্ধ পানি থেকে যদি হিংস্র প্রাণী পানি পান করে তবে তা অপবিত্র হয়ে যায়) ওমর ইবনে আস (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) যিনি সাথে ছিলেন। (সেই) হাউজের মালিককে জিজ্ঞাসা করতে লাগলো: তোমার হাউজ থেকে কি হিংস্র প্রাণীরাও পানি পান করে? (আমীরুল মু‘মিনিন (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) (বললেন: “হে হাউজের মালিক! আমাদেরকে বলো না।”
(মুয়াত্তায়ে ইমাম মালিক, ১ম খন্ড, ৪৮ পৃষ্ঠা, নম্বর- ৪৭)।
_____________
কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার
লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন