অযুতে কুমন্ত্রণা


অযুতে কুমন্ত্রণা



ওয়ালহান নামক শয়তান অযুর ব্যাপারে বিভিন্ন কুমন্ত্রণা দিয়ে

থাকে, যেমন; অযুর সময় সন্দেহ প্রদান করে যে, অমুক অংশ ধৌত হয়নি, অমুক অংশ তিনবারের পরিবর্তে দুইবার ধৌত হয়েছে, অনুরূপভাবে অযু সম্পন্ন ব্যক্তিকেও কুমন্ত্রণা প্রদান করে যে, তোমার অযু ভঙ্গ হয়ে গেছে, অযু করেছো অনেক্ষণ হয়ে গেছে এতক্ষণ কি আর অযু আছে! ইত্যাদি, এমতাবস্থায় শয়তানের কুমন্ত্রনার প্রতি একেবারেই মনোযোগ না দেয়া উচিৎ। অযুতে কুমন্ত্রণা প্রদানকারী শয়তানের ব্যাপারে শাহানশাহে মদীনা, প্রিয় নবী (ﷺ) ইরশাদ করেন: অযুর জন্য একটি শয়তান রয়েছে, যার নাম হলো “ওয়ালহান” সুতরাং তোমরা পানির কুমন্ত্রণা থেকে বেঁচে থাক।


(সুনানে ইবনে মাজাহ, ১ম খন্ড, ২৫২ পৃষ্ঠা, হাদীস নং-৪২১)।




পায়জামার রুমালীর উপর পানি ছিঁটানো



 যদি অযুর পর প্রস্রাবের ফোঁটা পরার ব্যাপারে সন্দেহ হতে থাকে, তবে এই শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার একটি পদ্ধতি এটাও যে, অযুর পর নিজের পায়জামা বা সেলোয়ারের রুমালীর (অর্থাৎ লজ্জাস্থানের নিকটবর্তী চারকোণা একটি কাপড়) উপর পানি ছিটিয়ে দিন। হযরত সায়্যিদুনা আবু হুরায়রা (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) তাজেদারে মদীনা (ﷺ) َইরশাদ করেন: যখন তুমি অযু করবে, তখন পানি ছিটিয়ে দাও।


 (ইবনে মাজাহ, ১ম খন্ড,২৭০ পৃষ্ঠা, হাদীস নং- ৪৬৩)



অতঃপর যদি প্রস্রাবের ফোঁটার কুমন্ত্রণা আসে, তবে ধারণা করে নিন, যে পানি ছিটিয়ে ছিলো, এটা তার প্রভাব, তবে হ্যাঁ যার আসলেই প্রস্রাবের ফোঁটা আসে তার বিষয়টি ভিন্ন।


_____________

কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার

লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

Post a Comment

নবীনতর পূর্বতন