সােনিয়া নুসরাত সূচি
চান্দগাঁও, চট্টগ্রাম
প্রশ্ন : নামাযের মধ্যে অনিচ্ছায় আজেবাজে চিন্তা চলে আসে। কিন্তু নামায একটুও ভুল হয়না। শরীয়ত মতে আমার নামায হবে কি? যদি না হয় কি করলে এই সমস্যা দূর হতে পারে। জানালে উপকৃত হব।
উত্তর : নামাযের অবস্থা হল আল্লাহ তা'আলার সাথে বান্দার বিশেষ সাক্ষাতের মুহূর্ত। যে অবস্থায় বান্দা মূলতঃ আল্লাহ তা'আলার সামনে উপস্থিত হন তাই হাদীস শরীফে নামাযকে মুমিনের মি'রাজ বলা হয়েছে। সুতরাং ঐ মুহূর্তে নামাযীর অন্তরে আল্লাহর ভয় ও স্মরণ থাকতে হবে। খেয়াল, ভাবনা ইত্যাদি অন্যদিক থেকে সরিয়ে একমাত্র আল্লাহর দিকে করে নিতে হবে। ঐ নামাযকে হাদীসের ভাষায় বলা হয় মি'রাজুল মুমিনীন। নামাযে অনিচ্ছায় কোন ভিন্ন ভাবনা আসলে তা অবশ্যই পরিহার করার চেষ্টা করবে। নামাযের শুরুতে ইস্তিগফার ও তাওবা করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। তার পরেও নামাযে অন্যকিছুর ভাবনা চলে আসলে নামায ফাসেদ/নষ্ট হবে না। অজু করার মুহূর্তে শরীরের অঙ্গগুলোকে যথাযথ ধৌত ও মাসেহ করবে। পাশাপাশি কলবকেও বিভিন্ন বস্তুর খেয়াল থেকে সরিয়ে একমাত্র আল্লাহর ধ্যানে মনােনিবেশ করবে। নামাযের মধ্যে নানা খেয়াল ও দুশ্চিন্তা আসলে নামায নষ্ট হয় না। তবে নামাযের অশেষ সাওয়াব থেকে বঞ্চিত হয়। (রুকনে দ্বীন,যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ২০১)।
উত্তর দিয়েছেন :- মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)
একটি মন্তব্য পোস্ট করুন