মেয়েরা সচরাচর হাতের আঙ্গুলে মেহেদী লাগায়। যদি পায়ের আঙ্গুলে মেহেদী লাগায় তবে কোন গুনাহ হবে কি?

 

মমতাজুল হক চৌধুরী

৭৫ খাতুনগঞ্জ, চট্টগ্রাম


প্রশ্ন : মেয়েরা সচরাচর হাতের আঙ্গুলে মেহেদী লাগায়। যদি পায়ের আঙ্গুলে মেহেদী লাগায় তবে কোন গুনাহ হবে কি?

উত্তর : মেয়েদের জন্য হাতে-পায়ে মেহেদী ব্যবহার করা জায়েয। পায়ে মেহেদী ব্যবহারে করা কোন দোষ বা গুনাহ নেই। কিন্তু পুরুষের জন্য হাতে-পায়ে মেহেদী ব্যবহার করা নাজায়েয ও গুনাহ। এমনকি ছােট ছেলে সন্তানের হাত-পায়েও মেহেদী লাগাবে না; তাতে যে লাগিয়ে দিবে তার গুনাহ হবে। (আলমগীরী ইত্যাদি।(যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ৩০১)।

উত্তর দিয়েছেন :-  মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)

Post a Comment

নবীনতর পূর্বতন