বিপদের সময় বলা হয়, কতিপয় কুফরী বাক্যের উদাহরণ

 

বিপদের সময় বলা হয়,  কতিপয় কুফরী বাক্যের উদাহরণ


১- আপত্তি করে বলা: ঐ ব্যক্তি লোকদের সাথে যা কিছুই , আল্লাহর পক্ষ থেকে তার জন্য পূর্ণ (ঋটখখ) স্বাধীনতা রয়েছে।


২- এইভাবে আপত্তি করে বলা: কখনো আমরা অমুকের  সামান্য কিছু করলে আল্লাহ তৎক্ষনাৎ আমাদের পাকড়াও করে ফেলেন।


 ৩- আল্লাহ সর্বদা আমার শত্রুদের সহায়তা করেছেন।


 ৪-  সর্বদা সবকিছু আল্লাহর সমীপে সমর্পণ করেও দেখেছি, কিছুই হয়না।


 ৫-  আল্লাহ তাআলা আমার ভাগ্যকে এখনো পর্যন্ত সামান্য ভাল করলেন না।


৬-  হয়তো তাঁর ভান্ডারে আমার জন্য কিছুই নেই। আমার পার্থিব আশা-আকাঙ্খা কখনো পূর্ণ হলো না। জীবনে আমার কোন দোআ কবুল হলো না। যাকে চেয়েছি সে দূরে চলে গেলো। আমার সব স্বপ্ন ভেঙ্গে গেলো। সব ইচ্ছাই অপূর্ণ রয়ে গেলো। এখন  আপনিই বলুন, আমি আল্লাহর উপর কীভাবে ঈমান আনব?


৭- এক  ব্যক্তি আমাদেরকে অত্যাচারে অতিষ্ট করে রেখেছে। মজার কথা  হচ্ছে, আল্লাহও এমন লোকদের সহায়তা করে থাকেন।


 ৮- যে ব্যক্তি বিপদে পড়ে বলে: হে আল্লাহ! তুমি সম্পদ কেড়ে নিয়েছ। অমুক জিনিস কেড়ে নিয়েছ। এখন কি করবে? অথবা, এখন কি করতে চাও? কিংবা, এখন কি করার বাকী রয়েছে?- তার এ কথা কুফরী


 ৯- যে বলে: আল্লাহ তাআলা আমার অসুস্থতা ও ছেলের কষ্টের সত্ত্বেও যদি আমাকে শাস্তি দিয়ে থাকেন, তবে তিনি আমার উপর জুলুম করলেন।- এটা বলা কুফরী। (আল-বাহরুর রায়িক, ৫ম খন্ড, ২০৯ পৃষ্ঠা)


১০- আল্লাহ তাআলা সর্বদা দুষ্ট লোকদের সহায়তা করেছেন।


১১- আল্লাহ তাআলা অসহায়দের আরও পেরেশান করেছেন।

______________

কিতাব: ২৮ টি কুফরী বাক্য

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন