খারেজী কারা ও তাদের বৈশিষ্ট্য

 

খারেজী কারা ও তাদের বৈশিষ্ট্য


এ যুগ, এ জামানার খারিজীদের চিহ্নিত করুন; দূরে রাখুন, দূরে থাকুন।



‘খারেজী’ শব্দটি আভিধানিক অর্থে আরবী ‘খুরূজ’ (الخروج) শব্দ হ’তে নির্গত, যার অর্থ ‘বের হওয়া বা বেরিয়ে যাওয়া’। বহুবচনে ‘খাওয়ারিজ’ ব্যবহৃত হয়।


খারেজী হচ্ছে, যারা গোনাহের কারণে অন্য মুসলমানকে কাফের বলে এবং মুসলিম শাসক ও সাধারণ লোকজনের বিরুদ্ধে বিদ্রোহ করে’।


‘খারেজী’ নামটি যেমন পূর্বের খারেজীদের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি প্রত্যেক এমন ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য, যে তাদের নীতি গ্রহণ করে এবং তাদের পন্থা অবলম্বন করে।


উপরোক্ত সংজ্ঞা অনুযায়ী তাদের প্রধান দু’টি আলামত বা লক্ষণ হ’ল, তারা কবীরা গোনাহগারকে কাফের বলে এবং মুসলিম শাসকের বিরদ্ধে বিদ্রোহ করে। তৎকালে তাদেরকে ‘খারেজী’ বলা হত এজন্য যে, তারা দ্বীন অথবা জামা‘আত তথা আহলুস সুন্নাহ্ অথবা হযরত আলী (رضي الله عنه)-এর আনুগত্য থেকে বের হয়ে গিয়েছিল।

_________________

কিতাবুল ফিতান ও অভিশপ্ত খারেজী সম্প্রদায়

সংকলকঃ মাসুম বিল্লাহ সানি

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন