ফেরেস্তাদের জন্ম ও মৃত্যু

 

ফেরেস্তাদের জন্ম ও মৃত্যু


                  بسم اللّٰه الرحمٰن الرّحیم 


মাসয়ালাঃ


কলিকাতা ধর্ম তলা হতে জনাব মির্যা গােলাম কাদের বেগ, ৭ই রজব, ১৩১১ হিজরি, আ'লা হযরত রাহমাতুল্লাহি তায়ালা আলায়হি সমীপে জানতে চান, ওলামায়ে দ্বীনের এ ব্যাপারে কী অভিমত যে, ফেরেস্তা কিভাবে সৃষ্টি হয় এবং মানুষের ন্যায় তাদেরও মৃত্যু হয় কিনা অথবা যে সময় সমস্ত মাখলুক ধ্বংস হয়ে যাবে, সেসময় তারা ধ্বংস হবে কিনা? বিস্তারিত জানিয়ে ধন্য করবেন।


উত্তরঃ 



(১) ইমাম বায়হাকী  (رحمة الله) শােয়াবুল ঈমানে' হযরত জাবের (رضي الله عنه) এর সূত্রে বর্ণনা করেন, হুযুর পুরনূর সৈয়দে আলম (ﷺ) ইরশাদ করেন, যখন আল্লাহ তায়ালা হযরত আদম (عليه السلام) এবং তাঁর সন্তানদের সৃষ্টি করেন, তখন ফেরেস্তারা নিবেদন করেন, হে আল্লাহ! আপনি তাদের সৃষ্টি করেছেন। (তারা) আহার করে, পান করে, বা সহবাস করে এবং সওয়ার হয়। সুতরাং তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখেরাত প্রদান করুন। (উত্তরে) আল্লাহ তায়ালা ইরশাদ করেন, 


لا أجعل من خلقته بيدي ونفخت فيه من روحی کسن قلت له کن فکان


অর্থাৎ আমি তার মত (আর কাউকে সৃষ্টি) করবাে না, যাকে নিজ কুদরতী হাতে তৈরী করেছি এবং তাতে আমার রুহ ফুকেছি। তাকে যেভাবে আমি হতে বলেছি, সেভাবেই তৈরী হয়ে গেছে।



এ হাদীস থেকে বুঝা গেলাে যে, ফেরেস্তা সৃষ্টি মানবের ন্যায় পর্যায়ক্রমে হয়নি যে, প্রথমে মাটির খমির অতঃপর আকৃতি, এরপর তাদের মধ্যে রুহ দান কনা হয়েছে। অথবা প্রথমে নুতফা (বীর্য) ছিলাে, অতঃপর রক্তপিন্ড "অতঃপর মাংসপিন্ড, অতঃপর শরীরের অংশ ও অঙ্গ-প্রত্যঙ্গসমূহ, অতঃপর আকৃতি সৃষ্টি, এরপর রুহ প্রদান করা হয়েছে। বরং তাদের কুন (হয়ে যাও) শব্দ দ্বারা সৃষ্টি করা হয়েছে।

_____________

কিতাবঃ ফেরেস্তা সৃষ্টির ইতিবৃত্ত [আল হেদায়াতুল মােবারাকা ফী তাখলীকে মালায়েকা"র বাংলা রূপ]

মূলঃ ইমাম আহমদ রেযা খান বেরলভী (রঃ)

অনুবাদঃ আবু সাঈদ ইউসুফ জিলানী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন