আদর্শ জীবনের বানী - ১৪
📖 অন্যায়কারী তার দুষ্কর্মের রশিতেই বাধা পড়বে এবং একদিন না একদিন তাকে কৃতকর্মের ফল ভোগ করতে হবে ।
--হযরত সোলায়মান (আঃ)।
📖 জীবনে অপমান হয় দুটি জিনিসে-
প্রথমতঃ অজ্ঞতায়;
দ্বিতীয়তঃ পরনির্ভরশীলতায় ;
--শেখ সাদী (রাঃ)।
📖 একজন আমলদার আলেমের মর্যাদা রাত জাগ্রত ইবাদতকারী, সারাদিন রোযা পালনকারী এবং আল্লাহর রাস্তায় জিহাদে আহত ব্যক্তির চেয়ে অধিক উত্তম ।
--হযরত আলী (রাঃ)।
📖 ইসলামের মর্যাদা অপেক্ষা আর কোনো বড় মর্যাদা নেই, তাক্বওয়া অপেক্ষা আর অন্য কোনো মূল্যবান সম্পদ নেই, ধৈর্য ও তুষ্টি থেকে বড় অন্য কোনো ধন-ভান্ডার নেই, নিয়্যাত ছাড়া কোনো ইবাদত নেই।
--হযরত আলী (রাঃ)।
📖 একজন যোগ্য আলেনের মৃত্যুতে ইসলামে এমন শূণতা দেখা দেয়, যা কিয়ামত অবধি পূরণ হবে না।
--হযরত আলী (রাঃ)।
📖 যদি কোনো আলেমের কাছে এমন কোনো প্রশ্ন করো যা তার অবগতিতে নেই, তখন তার উচিত হবে, আল্লাহই ভালো জানেন। কথাটি বলা।
--হযরত আলী (রাঃ)।
📖 আমল শূণ্য আলেম ধনুক ছাড়া তীর নিক্ষেপনের মত ।
--হযরত আলী (রাঃ)।
📖 সমস্যাজর্জরিত ও বিপদগ্রস্থকে সাহায্যে করা, মুলতঃ গোনাহের কাফ্ফরা স্বরূপ ।
--হযরত আলী (রাঃ)।
📖 সুসর্ম্পক স্থাপনের পর সম্পর্ক ছিন্ন করা এবং ভ্রাতৃত্রের বন্ধনে আবদ্ধের পর জুলুমে লিপ্ত হওয়া অতি নিকৃষ্ট কাজ ।
--হযরত আলী (রাঃ)।
📖 আত্মীয় স্বজনের সাথে সম্ম্পক ছিন্ন করলে তোমার উপর কেউ ভরসা করবেনা ।
--হযরত আলী (রাঃ)।
____________
সম্পাদনা ও সংকলনে : সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন