আদর্শ জীবনের বানী - ১৭


আদর্শ জীবনের বানী - ১৭


📖 অপ্রয়োজনীয় দুরাশার পিছনে ঘুরে জীবনপাত কারী ব্যাক্তিই সর্বপেক্ষা বেশী ক্ষতিগ্রস্ত ।

--হযরত আলী(রাঃ)।


📖হে আলাহ! ভুমি আমাকে খুব বেশি অর্থ দান করো না। কেননা আমি তাতে দাম্ভিক হয়ে যেতে পারি  :  আর একেবারে অল্পও দিও না। কেননা তাতে তোমাকে ভুলে যেতে পারি। যে "প্রাচুর্য" পথভ্রষ্ট করে তা অপেক্ষা অল্প অনেক ভাল।

- হযরত ওমর (রাঃ)।


📖 যে তোমাকে ধনী বানায় না, সে তোমার চেয়ে বেশি জানে।

- শেখ সাদী (রহঃ)


📖 অন্যের মধ্যে যা খারাপ বলে মনে কর,নিজের মধ্যেও তা খারাপ মনে করতে শেখ।

--হযরত আলী (রাঃ)


📖 আজকের কাজ কালকের জন্য কখনো অবহেলা করে রেখে দিও না।

- হযরত ওমর (রাঃ)।


📖 অবিচার এবং কুশাসনের মধ্যে শাসকগণের পক্ষাবলম্বন করা সর্বপেক্ষা বড় প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয় ।

- হযরত আলী (রাঃ)।


📖 যে তোমার উপদেশ শুনিতে চাই তাকে ছাড়া আর কাউকে উপদেশ দিওনা ।

--হযরত আলী (রাঃ)


📖 আত্নীয় ত্যাগী ধনী অপেক্ষা আত্নীয় বৎসল গরীব ভাল ।

--হযরত আলী (রাঃ)।


📖 খোদার নিকট আমি আদব আর শক্তি কামনা করছি ।কেননা, বে-আদব আল্লাহ তা'য়ালার মেহেরবাণীতে বঞ্চিত থাকে ।

-মাওলানা রুমী (রাঃ)।


📖 ধন দানে যে ব্যক্তি যত বেশি কৃপণ, মান-সম্মান দানে সে তত বেশি অকৃপণ ।

-হযরত আলী (রাঃ)।

____________

সম্পাদনা ও সংকলনে : সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন