আদর্শ জীবনের বানী - ১৬

 

আদর্শ জীবনের বানী - ১৬


📖 এমন মানুষের সাথে বন্ধুত্ব করো, যে তোমার গুন গুলো মনে রাখে, আর দোষ ভুলে গুলো যায় ।

--হযরত আলী (রাঃ)।


📖 যে তোমার সাথে শক্রতা করে তাকেও ভালবাস, যে তোমাকে কষ্ট দেয় তার জন্যও দোয়া কর ।

--হযরত আবু বকর (রাঃ)।


📖 দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা।

--হযরত আলী (রাঃ)।


📖 আমরা যা শিখছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোনো প্রভাব ফেলতে না পারে, আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে, আমাদের বিশ্বাসকে আরো মজবুত করতে না পারে, তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্য ও নিয়্যোতে ভুল আছে। 

--ড. বিলাল ফিলিপস।


📖 একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তিকে জাগ্রত করতে পারে না।

--শেখ সাদী।


📖 মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়।

--আল হাদীস। 


📖 দারিদ্র্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করো। কেননা ইহার অভিশাপ মানুষকে কাফেরে পরিণত করে।

--আল হাদীস। 


📖 যখন কোনো বান্দা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে, সেটা আসলে মুখে উচ্চারিত কোনো বিষয় থাকে না, আল্লাহর করুণা ও রহমত প্রাপ্তির স্বীকার অন্তর থেকেও করা হয়।

--হযরত আব্দুল কাদের জিলানী।


📖 যেই শিক্ষা গ্রহণ করে যেই শিক্ষার গুণে গুণান্বিত হয়ে ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজতে পছন্দ করে, ঐ শিক্ষাকে জ্ঞানীরা শিক্ষা না জাতির জন্য বিষ বলে গণ্য করে।

--আল্লামা ইকবাল। 

____________

সম্পাদনা ও সংকলনে : সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন