আদর্শ জীবনের বানী - ১৫

আদর্শ জীবনের বানী - ১৫


📖 বিজ্ঞান মুসলমানদের হারানো সম্পদ, অতএব হারানো সম্পদ উদ্ধারে প্রাণপন চেষ্টা করো ।

--হযরত আলী (রাঃ)।


📖 ইসলাম ধর্ম নিজের মনগড়া বিধানের নাম নয়, বরং খোদাই বিধানের অনুসরনের নাম ।

--হযরত আলী (রাঃ)।


📖 ফেরকাবন্দীর স্বচ্ছ পানির চেয়ে ঐক্যবদ্ধের গোলাটে পানি অধিক উত্তম। 

--হযরত আলী (রাঃ)।


📖 কোনো কাজের পূর্বে নিখুত পরিকল্পনাই তোমাকে অপমানের হাত থেকে বাঁচাবে ।

--হযরত আলী (রাঃ)। 


📖 সদুপদেশ গ্রহণ করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খন্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার।আত্মপ্রশান্তি ও অহংকার মানুষকে নিম্মস্তরে নিয়ে যায়।

--ইমাম গাজ্জালী (রাঃ)।


📖 অন্যের হাতে যা আছে তা পাওয়ার কামনা বাসনার চেয়ে নিজের হাতে থাকা সম্পদের সংরক্ষণই অধিক উত্তম। 

--হযরত আলী (রাঃ)। 


📖 পাপাচারের সাথে বরকতের আশা করা হত্যাকান্ডের সাথে ইনসাফ করা এবং আত্নীয় স্বজনের সাথে সর্ম্পক ছিন্ন কারীর জীবনে উন্নয়নের আশা করা অসম্ভব ।

--হযরত আলী (রাঃ)। 


📖 যিনি নিজের জিব্বাহকে হেফাজত করেছেন তাকে এলাকাবাসীরা এলাকার নেতৃত্ব দান করবেন ।

--হযরত আলী (রাঃ)।


📖 যার মধ্যে লজ্জানুভূতি কম, তার ধার্মিকতাও কম, আর কম ধার্মিক তার মধ্যে শূন্যতা আসে তার কলবও মরে যায় ।

--হযরত আলী (রাঃ)।


📖 যে ব্যাক্তি আল্লাহর বন্টনের উপর খুশি থাকে সে অপরের ধন সম্পদ দেখে পেরেশান হয় না।

--হযরত আলী (রাঃ)।

____________

সম্পাদনা ও সংকলনে : সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন