আদর্শ জীবনের বানী - ১২

 

আদর্শ জীবনের বানী - ১২


📖 বিদ্যা বুদ্ধিই যদি উপার্জনের মাপকাঠি হত, তবে মূর্খেরা সব না খেয়ে মরতো ।

--শেখ সাদী (রাঃ)। 

📖 যে নিজের মর্যাদা নিজে বুঝে না, অন্যেও তাকে মর্যাদা করে না।

--হযরত আলী (রাঃ)।


📖 আল্লাহর কাছে ছোট-বড় সবাই সমান । তিনি লোকের পদমর্যাদা দেছে পিয়ার কারেন না । তাদের কাজ দেখে বিচার করেন।

--হযরত আলী (রাঃ)।


📖 যে নিজের রাগ দমন করতে পারেনি তার জ্ঞান বুদ্ধি ও পূর্ণতা পায়নি । উত্তম আদর্শ উন্নত বংশের পরিচায়ক ।

--হযরত আলী (রাঃ)।


📖 যে ব্যক্তি তার গোপনীয় কথা গোপন রাখে না, সে তার নিরাপত্তার ব্যবস্থা করেনা।

--হযরত ওমর (রাঃ)।


📖  বহু কবিই তাদের দৈহিক মৃত্যুর পর সত্যিকার-ভাবে জন্ম গ্রহণ করেছেন । স্পষ্টতঃ তারা নিজেদের চোখ বুজলেও নিশ্চিতভাবে আমাদের চোখ খুলে দিয়েছেন।

--আল্লামা ইকবাল (রাঃ)।


📖 দয়ার দ্বারা যে সম্পর্ক গড়ে ওঠে, তা আত্মীয়তার সম্পর্ক অপেক্ষা অনেক বেশি মজবুত ।

--হযরত আলী (রাঃ)।


📖 যদি অপরের সেবা পেতে চাও, তাহলে প্রতিদিন সকলের সেবা করে যাও।

--হযরত আব্দুল কাদের জিলানী (রাঃ)।


📖 ১. অতি ভোজী কখনই ইবাদতে শান্তি পাবে না । 

২. যে অত্যধিক নিদ্রা যায় তার আয়ু কমে যায় । 

৩. যে ব্যক্তি কেবল মানুষেরই মন জোগায় সে আল্লাহ তা'আলার মন জোগাতে সমর্থ হবে না । 

৪. যে অত্যাধিক কথা বলবে তার থেকে মিথ্যা ও পরনিন্দা নিশ্চয়ই বের হবে ।

--হযরত ইব্রাহীম আদহাম (রাঃ)।


📖অতিলোভ অপমানের কারণ স্বরূপ, যেনাহ ব্যভিচার অভাব অনটনের মূল কারণ, ধৈর্য অভাব-অনটনের ঢাল স্বরূপ, লোভ-লালসা অভাব অনটনের আলামত স্বরূপ। 

--হযরত আলী (রাঃ)।

____________

সম্পাদনা ও সংকলনে : সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন