আদর্শ জীবনের বানী - ১৩


আদর্শ জীবনের বানী - ১৩


📖 মানুষের মনের মাঝে এমনভাবে জায়গা করে নাও, যাতে তুমি মরে গেলে সবাই তোমার জন্য দোয়া করে আর বেঁচে থাকলে ভালবাসে। 

- হযরত আলী (রাঃ)।


📖 বাঘের উপর দয়া করা ছাগলের উপর জুলুম করার নামান্তর ।

--শেখ সাদী (রাঃ)।


📖 মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোন হিংসার দুশমনির ভাব আনে না।যার নিজ ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অপর ধর্মকে ঘৃণা করতে পারে না।

--কাজী নজরুল ইসলাম।


📖 অধীনস্থদের বিফলতায় মেজাজ খারাপ করো না, তাদের ভুলের জন্য উত্তেজিত ও অধৈর্য হইও না, কারণ রাষ্ট্রীয় কার্য পরিচালনায় রাগ ও প্রতিশোধ পরায়ণতা কোন কাজে আসে না ।

--হযরত আলী (রাঃ)।


📖 সম্পদ বন্ধু আর্কষণ করে। দরিদ্র মানুষ আত্নীয়ের নিকটও প্রত্যাখ্যাত হয়। গুণের আকর্ষণে যে বন্ধুত্ব সৃষ্টি হয় তাই সাধারণত স্থায়ী হয়ে থাকে ।

---হযরত আলী (রাঃ)।


📖 দুষ্কৃতি থেকে বেঁচে থাকাও জীবনের একটি বিরাট সাফল্য ।

--হযরত আলী (রাঃ)।


📖 প্রতিশ্রুতি খুব কম দিও । দয়া করবার আগে ন্যায়বান হও ।

--শেখ সাদী (রাঃ)।


📖 সকাল বেলায় ঋণের বোঝা মাথায় নিয়ে জাগ্রত হওয়ার বিড়ম্বনার চেয়ে রাত্রিতে ক্ষুধার্ত অবস্থায় শয়ন করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। 

--আল ফকরী।


📖 এমন বন্ধু পরিতাগ কর, যে তোমার শত্রুর সঙ্গে উঠা বসা করে । 

--শেখ সাদী (রাঃ)। 


📖 জ্ঞান হচ্ছে তা যা উপকার করে, তা নয় যা কেবল মুখস্থ করা হয়।

--ইমাম শাফেয়ী (রাঃ)।

____________

সম্পাদনা ও সংকলনে : সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন