আদর্শ জীবনের বানী - ১১

 

আদর্শ জীবনের বানী - ১১


📖 তুমি নিজের জন্য যা ভালোবাসো সকলের জন্যও তা ভালোবাসো । তোমার উপর কেউ অত্যাচার করুক এটা যেমন তুমি চাওনা। তেমনি অন্যের উপরেও তুমি অত্যাচার করো না। অন্যের মধ্যে যা খারাপ বলে তুমি মনে করো নিজের মধ্যেও তা খারাপ বলে মনে করতে শেখ । তুমি যা জানো তাই বল, যা জানো না তা বলো না।

--হযরত আলী (রাঃ)।


📖 পূণ্য অর্জন অপেক্ষা, পাপ বর্জন করা শ্রেষ্ঠতর।

--হযরত আলী (রাঃ)।


📖 অন্যের নিকট নিজের দুঃখ বলে বেড়ানোর অভ্যাস স্বেচ্ছায় নিজেকে লাঞ্চিত করার নামান্তর মাত্র।

--হযরত আলী (রাঃ)।


📖 জীব মাত্রই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে । মৃত্যুর মত সত্য এবং আশার মত মিথ্যা কিছুই নেই ।

--হযরত আলী (রাঃ)।


📖 ভদ্রতা উন্নত চরিত্রের লক্ষণ, আর শিষ্টতা উৎকৃষ্ট ইবাদতের লক্ষণ। 

--হযরত আলী (রাঃ)।


📖 যুক্তিতে না পারলে শক্তিতে দেখে নেব, ইহাই বর্বর নীতি ।

--শেখ সাদী (রাঃ)। 


📖 গোঁড়ামিই ঝগড়ার সুত্রপাত করে । কিন্তু, বুদ্ধিমান লোক সবসময় আপোস কামনা করে ।

--হযরত সুলায়মান (আঃ)।


📖 যে ব্যক্তি নিজের গোপনীয় বিষয় লুকিয়ে রাখলো সে তার শান্তি, আরাম নিজের নিয়ন্ত্রণে রাখল।

--হযরত ওমর (রাঃ)। 


📖 যার ধন লিন্সা যত বেশি, আল্লাহর প্রতি তার বিশ্বাস ততকম ।

--হযরত আলী (রাঃ)।


📖 যে লোক ভদ্র, কথায় সে নম্র। অনুপম আদর্শই রিজিকের ধন ভান্ডার । নিরবতা পালনের মধ্যে লজ্জা থেকে মুক্তি । হিংসা-বিদ্বেষই ধর্মের মহাবিপদ । আত্ম-পছন্দ নিকৃষ্ট পশুর স্বভাব । 

--হযরত আলী (রাঃ)।

____________

সম্পাদনা ও সংকলনে : সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন