আদর্শ জীবনের বানী - ১০

 

আদর্শ জীবনের বানী - ১০


📖 সর্বাপেক্ষা দুর্বল ব্যাক্তি সে, যার কোন বন্ধু নেই অথবা বন্ধু জুটলেও তারা তাকে পরিত্যাগ করে চলে যায় ।

--হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)।


📖 যে প্রয়োজনের অধিক খাদ্য গ্রহণ করবে, তা তোমাকে আলস্যে ডুবিয়ে দিবে এবং জ্ঞানচর্চার ক্ষেত্রে অমনোযোগী করে তুলবে।

--ইমাম গাজ্জালী (রাঃ)।


📖 শৈশবে যে শিষ্টাচার শিখে না, পরিণত বয়সেও তার কাছে ভাল কিছু আশা করা যায় না।

--শেখ সাদী (রাঃ)।


📖 চক্ষু শরীরের প্রদীপ বিশেষ চোখের দৃষ্টিকে পবিত্র করতে পারলে সমগ্র শরীরের পবিত্রতা অর্জন করা সহজ।

--হযরত ঈসা (আঃ)।


📖 যে ব্যক্তি স্বহস্তে উপার্জন করে, হাতেমতাই এর দান তাকে খাটো করতে পারে না।

--শেখ সাদী (রাঃ)।


📖 ঈমানের চাইতে বড় মর্যাদা, খোদার প্রতি ভক্তির চাইতে বড় ইজ্জত এবং তাওবার চাইতে উত্তম কোন শান্তিময় জীবন হতে পারে না। যে ব্যক্তি তার প্রয়োজন মেটানোর মত উপার্জনে সন্তুষ্ট থাকে তার চাইতে নিরুদ্বিগ্ন জীবন আর কারো হতে পারে না ।

--হযরত আলী (রাঃ)।


📖 চরিত্রের মধ্যে যদি সত্যের শিখা দীপ্ত না হয় তবে জ্ঞান, গৌরব, আভিজাত্য, শক্তি সবই বৃথা ।

--মাওলানা রুমি (রাঃ)।


📖 হাসি মুখে কথা বলা শুভ সূচনা। কেউ মূল্য না দিলেও তুমি সৎকার্য করবে।

--হযরত আলী (রাঃ)।


📖 মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে তার কথাবার্তা ও নম্র-ভদ্র হয় । 

--হযরত আলী (রাঃ)। 


📖 আমি মুসলিম, ডরি না মরণে।

--আল্লামা ইকবাল (রাঃ)।

____________

সম্পাদনা ও সংকলনে : সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন