আদর্শ জীবনের বানী - ৮


আদর্শ জীবনের বানী - ৮


📖 সব বিষয়ে ধৈর্য ধারণ করার অভ্যাস গড়ে তোল। মানুষের মস্তকের সাথে শরীরের যে রূপ সম্পর্ক, ঈমানের সাথে ধৈর্যেরও সে রূপ সম্পর্ক। মাথব্যতীত দেহের যেমন কোন মূল্য নেই, ধৈর্য ছাড়া ঈমানেরও তদ্রুপ কোন মূল্য নেই ।

--হযরত আলী (রাঃ)।


📖 ঈমানের সঠিক অর্থ হচ্ছে এই, যে অন্তর দিয়ে আল্লাহর সার্বভৌমত্ব ও একাত্ববাদের উপলদ্ধি করবে এবং তার প্রতিটি নির্দেশকে যথাযথ পালন করবে।

--হযরত ওমর (রাঃ)।


📖 এটা মানুষ হিসেবে তোমার জন্য লজ্জাকর যে, সকালের পাখিরা তোমার আগে ঘুম থেকে জেগে উঠে আর তুমি ফজরের নামাজের ব্যাপারে অবহেলা কর ।

--হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) ।


📖 ধন সম্পদ হচ্ছে কলহের কারণ, দুর্যোগের মাধ্যম, কষ্টের উপলক্ষ এবং বিপদের বাহন।

--হযরত আলী (রাঃ)। 


📖 রাজা বাদশা এবং প্রভাবশালী লোকদের সংস্পর্শ হতে দূরে থেকো ।

--ইমাম গাজ্জালী (রাঃ)।


📖 পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায় । আর পূণ্য কাজ করে গর্ববোধ করলে পূণ্য বরবাদ হয়ে যায় ।

--হযরত আলী (রাঃ)।


📖 নিজেকে উচ্চ ও অন্যকে তুচ্ছ মনে করার নামই অহমিকা । অন্যের উপদেশ অসহ্য এবং নিজের সমালোচনায় বিরক্ত হওয়ার নামই অহংকার । যা হচ্ছে মারাত্মক ব্যাধিস্বরূপ ৷

--ইমাম গাজ্জালী (রাঃ)।


📖 অজ্ঞের পক্ষে নিরবতায় হচ্ছে সবচেয়ে উত্তম পন্থ। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না। 

--শেখ সাদী (রাঃ)।


📖 তিন কারণে মানুষের চরিত্রের পরিবর্তন হয়।

১. রাজা-বাদশার সঙ্গ লাভ। 

২. ক্ষমতা লাভ । 

৩. দারিদ্রতার পর প্রচুর ধন-সম্পদ লাভ । 

এই তিন অবস্থায় কোন এক বা একাধিক

অবস্থায় সম্পন্ন হয়েও যদি কোন ব্যক্তির চরিত্রের পরিবর্তন না হয়, তবে জানবে সে ব্যক্তি বুদ্ধিমান ।

--হযরত আলী (রাঃ)।


📖 অন্যের কল্যাণ করার সময় অন্তরে বিশ্বাস রেখ যে, তুমি নিজেরই কল্যাণ সাধন করছো।

--আল ফারাবী। 

____________

সম্পাদনা ও সংকলনে : সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন