আদর্শ জীবনের বানী - ৯

 

আদর্শ জীবনের বানী - ৯


📖 দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম জীবন যুদ্ধে এই হলো মানুষের হাতিয়ার। 

--আল্লামা ইকবাল (রাঃ)।


📖 যে যতটুকু অভিজ্ঞতা সম্পন্ন, তদপেক্ষা বেশি উপদেশ দিতে যাওয়া তার পক্ষে অনুচিত ।

--হযরত আলী (রাঃ)।


📖 ইসলামের সেবা এবং আল্লাহর আদেশকে আগামী দিনের জন্য স্থগিত রাখিও না৷

--হযরত আবু বকর (রাঃ)।


📖 যে নিজ সিদ্ধান্ত চূড়ান্ত মনে করবে, সে মূলত পথভ্রষ্ট এবং যে নিজ জ্ঞান নিয়ে স্বনির্ভর, সে পদচ্যুত হবে ।

- হযরত আলী (রাঃ)।


📖 কাহারো মাত্রা অতিরিক্ত প্রশংসার নাম চাটুকারিতা এবং যতটুকু প্রাপ্য তার কম প্রশংসা করার নাম হিংসা । সুতারাং, যার যতটুকু প্রাপ্য ততটুকু প্রশংসাই করো, কম বেশী করো না।

--হযরত আলী (রাঃ)।


📖 তিনটি বিশেষ সময়ে তিন প্রকার লোকের প্রয়োজন দেখা যায়।

১. যুদ্ধে বীরপুরুষের । 

২. ব্যাপক সংকটের সময় ধৈর্যশীলের ।

৩. বিপদে ভাইয়ের ।

--ইমাম গাজ্জালী (রাঃ)।


📖 বৃক্ষের সার্থকতা যেমন ফল ধারণে, সেই রকম নৈতিক গুণাবলীর সার্থকতা শান্তি লাভে । চরম ও পরম শান্তি লাভের পথ হচ্ছে ক্রমাগত সৎ জীবন-যাপন করা ।

--আল ফারাবী। 


📖 যাহার বুদ্ধি নাই তাহার কৃতজ্ঞতা আশা করিও না।

--হযরত আলী (রাঃ)।


📖 ঐক্য, বিশ্বাস, ধৈর্য ও সহনশীলতা, আদর্শ ব্যক্তির বৈশিষ্ট্য ।

--শেরে বাংলা। 


📖 কৃতজ্ঞতাই ধনীদের ভূষণ । ইনসাফগার বাদশা, মশলদার বৃষ্টির চেয়েও উত্তম।

--হযরত আলী (রাঃ)। 

____________

সম্পাদনা ও সংকলনে : সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন