আদর্শ জীবনের বানী - ৬
📖 নিজের চিন্তা মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছু তুচ্ছজ্ঞান করার নামই আত্মপ্রশান্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ ।
--ইমাম গাজ্জালী (রাঃ)।
📖 সৎ কাজ, সৎ ব্যবহার এবং সৎ স্বভাব মানুষকে সম্মানের উচ্চ আসনে অধিষ্ঠিত করে কিন্তু, অন্যায় মানুষকে চরম মানহানি করে ।
--হযরত সোলায়মান (আঃ)।
📖 কোন লোকের যদি আহারের জন্য খাদ্য, পরনের জন্য কাপড়, বসাবসের জন্য গৃহ না থাকে অথবা ঐ সমস্তের জন্য তার পর্যাপ্ত অর্থ না থাকে তবে তার পক্ষে আল্লাহর ইবাদত করতে যাওয়া মাতলামি ছাড়া কিছুই নয় ।
--ইমাম গাজ্জাল্লী (রাঃ)।
📖 যে ব্যক্তি হালাল পথে রোজগার করে সেই প্রকৃত মুসলমান।
--হযরত আব্দুল কাদের জিলানী (রাঃ)।
📖 যে আমার একটি ভুল আমাকে উপহার দেয় আল্লাহর করুণা তার উপর ।
--হযরত ওমর (রাঃ)।
📖 যে ব্যাক্তি অপরের দোষের কথা তোমার নিকট প্রকাশ করে, সে নিশ্চয়ই তোমার দোষের কথাও অপরের নিকট প্রকাশ করে থাকে ।
--হযরত হাছান বসরী (রাঃ)।
📖 উচ্চাকাঙ্কা এমন এক বাহন যাতে আরোহণ করার পরিণাম সীমাহীন ক্লান্তি ছাড়া আর কিছুই নয় । লোভ লালসা, অহংকার এবং পরশ্রীকাতরতা মানুষকে অসীম পাপের পথে ঠেলে দেয় । যারা জীবনে সাফল্য কামনা করে, তাদেরকে উপরোক্ত বিষয় গুলির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি
রাখতে হবে ।
--হযরত আলী (রাঃ)
📖 অসৎ লোকের ধন-দৌলত পৃথিবীতে সৃষ্ট জীবের বিপদ-আপদের কারণ হয়ে দাঁড়ায় ।
--হযরত আলী (রাঃ)।
📖 মানুষ জ্ঞান অর্জন করে নিজের অস্থিত্বের সাথে বে-ঈমানী এবং বিবেক বর্জিত কাজ করে থাকে ।
--হযরত আলী (রাঃ)।
📖 জ্ঞানী লোক অন্যের কাছ থেকে উপদেশ লাভ করে বরং নিজেকে উপদেশ দানের পাত্র বলে মনে করে না।
--হযরত আলী (রাঃ)
____________
সম্পাদনা ও সংকলনে : সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন