আদর্শ জীবনের বানী - ৭

 

আদর্শ জীবনের বানী - ৭


📖 পরশ্রীকাতর এবং লোভী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না।

-রাবেয়া বসরী (রাঃ)।


📖 ভদ্রলোক মানে সদাশয় ব্যাক্তি যিনি দয়ালু নিজের উন্নতির সাথে পরের সুখ ও মঙ্গল কামনা করেন, তিনিই প্রকৃত ভদ্রলোক ।

--হযরত শেখ সাদী (রাঃ)।


📖 অহংকার মানুষকে নিন্মস্তরে নিয়ে যায়।

--ইমাম গাজ্জালী (রাঃ)।


📖 প্রত্যেক মানুষকে একদিন মাটির সাথে মিশে যেতে হবে । সুতারাং, মানুষের পক্ষে অহংকার করা হাস্যোস্পদ ব্যাপার ছাড়া আর কিছুই নয়।

--ইমাম জয়নুল আবেদিন (রাঃ)।


📖 ঈমানের আদর্শ হচ্ছে নিজের ক্ষতি স্বীকার করে হলেও সত্য বলা, জ্ঞানের পরিধির বাইরে কিছু বলার চেষ্টা না করা এবং অন্যের সমালোচনা করার সময় অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করা ।

--হযরত আলী (রাঃ)।


📖 বলিতে না পার যাহা চোখের উপরে বলিও না, বলিও না তাহা অগোচরে ।

--শেখ সাদী (রাঃ)। 


📖 ধৈর্য ও স্থির-চিত্ততা মানব চরিত্রকে সুষমা মন্ডিত করে তোলে ।

--হযরত ইমাম হুসাঈন (রাঃ)।


📖 অজ্ঞদেরকে মৃত্যু বরণ করার পূর্বেই মৃত অবস্থায় কালযাপন করতে হয় এবং সমাধিস্থ হবার পূর্বেই তাদের শরীর কবরের আঁধারে সমাহিত; কেননা তাদের অন্তর মৃত আর মৃতের স্থান কবর ।

--হযরত আলী (রাঃ)।


📖 কেহ তোমার ক্ষতি করিলে প্রতিদানে তাহার উপকার করা তোমার কর্তব্য। কিন্তু,  কেহ তোমার ক্ষতি করিলে প্রপতিদানে তাহার উপকার তোমার পক্ষে  অপরিহার্য ।

--হযরত ওমর (রাঃ) |


📖 নারী বিধাতার ছায়া, সে নহে কামিনী, নহে সে যে সৃষ্টি, তবে স্রষ্টাঅনুমানী ।

--মাওলানা রুমী (রাঃ)

____________

সম্পাদনা ও সংকলনে : সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন