আদর্শ জীবনের বানী - ৩


আদর্শ জীবনের বানী - ৩


📖 এমন প্রসাদ তৈরি কারো না, যা তুদি বাসযোগ্য করতে পারবে না ।

--আল ফারাবী। 


📖 বহুদর্শিতার মতো উপদেশ আর নেই, যে ব্যক্তি স্বয়ং ঠেকে শিখেছে, তার কাছে শিক্ষা কারো ।

-- হযরত আলী (রাঃ)।


📖 অলসতার প্রতি আত্মসম্পন করার অর্থ নিজের অধিকার হতে স্বেচ্ছায় বঞ্চিত হওয়া। 

--হযরত আলী (রাঃ)


📖 বিপদ যত বড়ই হোক, তাকে চিরস্থায়ী মনে কর না এবং মৃত্যুকে কোন সময় ভুলে যেওনা ।

--হযরত আলী রোঃ) 


📖 আজকের আপাতমধুর অনেক কিছুই পরবর্তী জীবনের জন্য বড় কষ্টদায়ক ব্যাপারে পরিণত হবে।

- হযরত আলী (রাঃ) ।


📖 তোমরা যখন বিপদে পড়িবে, সন্ত্রস্ত হইওনা কোন দুশমন কিংবা, বন্ধু কাহারো নিকট প্রকাশ করিও না। আল্লাহপাকের উপর কোন রকম অভিযোগ করিও না, আল্লাহ বান্দাদের পরীক্ষা করেন । তবে, যদি তোমাদের লাভের সম্ভবনা থাকে তাহা হইলে প্রকাশ কর এবং শোকর কর ।

--বড়গীর হযরত আব্দুল কাদের জিলানী (রাঃ) ।


📖 অন্যরে নিকট হাত পাতার ফলে মানুষের  সর্বোত্তম সম্পদ বিনষ্ট হয়ে যায় । সে সম্পদ হচ্ছে আত্নমর্যাদাবোধ।

--হযরত আলী (রাঃ)। 


📖 যার লক্ষ্য চিরন্তন জীবন, প্রবৃত্তির তার ত্যাগ করা উচিত। প্রবৃত্তিকে পরাভূত করে যে কাজ করা হয়, তাই সর্বোত্তম।

--হযরত আলী (রাঃ)।


📖 জীবন দর্শনের নিগুঢ় অর্থ আত্মপ্রতিষ্ঠা ও ব্যক্তিত্বের বিকাশ। বাক্তিত্বের অভাবই মৃত্যু ৷ 

-আল্লামা ইকবাল।


📖 ক্ষমতা প্রাপ্ত রাজপুরুষের অত্যাচার  ও বিচারাসনে বাসিয়া বিচারকাদের অবিচারের মত মন্দ কাজ আর নাই ।

-হযরত আলী(রাঃ)।

____________

সম্পাদনা ও সংকলনে : সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন