আদর্শ জীবনের বানী - ৪
📖 খোদার নিকট আমি আদব আর শক্তি কামনা করছি ।কেননা, বে-আদব আল্লাহ তা'য়ালার মেহেরবাণী থেকে বঞ্চিত থাকে ।
-মাওলানা রুমী রোঃ)
📖 ধন দানে যে ব্যক্তি যত বেশি কৃপণ, মান-সম্মান দানে সে তত বেশি অকৃপণ ।
-হযরত আলী (রাঃ)
📖 কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয়।
--শেখ সাদী (রাঃ)।
📖 মুর্খের সঙ্গে বন্ধুত্ব করো না, সে তোমার উপকারের চেষ্টা করতে গিয়ে তোমার ক্ষতি করবে ।
--হযরত আলী (রাঃ)।
📖 মূর্খতা এমন এক পাপ, সারাজীবনে যার প্রায়শ্চিত্ত হয় না।
--আল ফখরী।
📖 অঙ্গ ব্যাক্তিরাই বলে পরিবেশের সঙ্গে মিলেমিশে চল, পরিবেশ যদি তোমার নির্দেশে না চলে তবে তার সাথে যুদ্ধ ঘোষণা কর ।
--আল্লামা ইকবাল (রাঃ)।
📖 যে ব্যক্তি পাপ লুকিয়ে রাখে তার মুক্তি নেই কিন্তু যে পাপ স্বীকার করে এবং উহা পরিত্যাগ করে, আল্লাহ তার প্রতি দয়া প্রদর্শন করেন ।
--হযরত সোলাঈমান (আঃ)।
📖 অল্প কথা বলা জ্ঞানীর লক্ষণ, অল্প আহার স্বাস্থের সহায়ক, অল্প ঘুম উপসনা স্বরূপ এবং লোকের সঙ্গে অল্প মেলামেশা নিরাপদ রাখে।
--হযরত ওমর (রাঃ)।
📖 ব্যক্তি বিশেষের একটি আচরণ দেখেই তার প্রতি আকৃষ্ট হইও না। তার অন্যান্য আচরণ সম্পর্কেও খোঁজ খবর নিও ।
--হযরত আলী (রাঃ)।
📖 যে ব্যক্তি গরীব দুঃখীর আর্তনাদ শুনে কান বন্ধ করে রাখে, সেও একদিন আর্তনাদ করবে কিন্তু কেউ শুনবে না।
--হযরত সোলায়মান (আঃ)।
____________
সম্পাদনা ও সংকলনে : সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন