আদর্শ জীবনের বানী - ৫


আদর্শ জীবনের বানী - ৫


📖 আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা, বিপদের সময় দু'হাত তুলে আল্লাহর সাহায্য চাওয়া এবং বিপদে ধৈর্য  ধারণ করা মানুষের জন্য কল্যাণ ডেকে আনে।

--ইমাম গাজ্জালী (রাঃ)। 


📖 যে প্রাচুয্য কুপথে টানে দারিদ্র্য তদপেক্ষা অনেক শ্রেয় ।

--হযরত আলী (রাঃ)।


📖 যদি কারো প্রতি তুমি অনুগ্রহ কর, তবে তা গোপন রাখবে । আর অন্যে যদি তোমার প্রতি অনুগ্রহ করে তবে তা সাধ্যমত প্রচার করবে। 

--হযরত আলী (রাঃ)।


📖 নীচু লোকের প্রধান হতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য ।

--হযরত আলী (রাঃ)।


📖মূর্খের সম্মুখে এমন বিদ্যার কথা বলিও না, যাহা সে বুঝিতে না পারে, বলিলে সে তোমাকে মূর্খ ও মিথ্যাবাদী ভাবিবে ।

- হযরত আলী (রাঃ)।


📖 দুষ্টু লোককে তার দুষ্টামিই গ্রাস করবে, আপন পাপ রাশিতেই সে বাঁধা পড়বে ।

--হযরত সোলায়মান (আঃ)।


📖 মানব জীবনের সব চাইতে কৃতিত্ব হইতেছে মুখের ভাষাকে আয়াত্বে রাখিতে সমর্থ হওয়া ।

--ইমাম গাজ্জালী (রাঃ)।


📖 ক্ষমতা না থাকিলে শক্রর সম্মুখীল হইও না।

--হযরত আলী (রাঃ)।


📖 যদি কেহ তোমার সম্পর্কে সুধারণা পোষণ করে, তবে তুমি তার সে ধারণা যে সত্য তা দেখাতে চেষ্টা কর ।

--হযরত আলী (রাঃ)।


📖 ব্যক্তিত্ব গঠন এবং মর্যাদা প্রানতির সর্বোত্তম পন্থা হলো উদারতা ।

--হযরত ইমাম হুসাঈন (রাঃ)। 

____________

সম্পাদনা ও সংকলনে : সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন