আদর্শ জীবনের বানী - ১


আদর্শ জীবনের বানী - ১


📖 নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্য অপেক্ষা কর। তিনি তোমাকে রক্ষা করবেন। 

--হযরত সোলাঈমান (আঃ)।


📖  চক্ষু শরীরের প্রদীপ বিশেষ চোখের দৃষ্টিকে পবিত্র করতে পারলেই সমগ্র শরীরের পবিত্রতা অর্জন করা সহজ | 

--হযরত ঈসা (আঃ)।


📖 আল্লাহর কাছ থেকে তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে তাতেই তুষ্ট থাক । অপরের সম্পদের প্রতি নজর দিও না, অন্তরের দাহ থেকে যুক্ত থাকতে পারবে । খাদ্য-পানির চাইতে পেটে জ্ঞানের কথা বেশি প্রবেশ করাতে চেষ্টা কর ।

--হযরত লোকমান (আঃ)।


📖 প্রকৃত মানবতা খোদাভীতি, প্রকৃত সম্পদ আত্মবিশ্বাস এবং শ্রেষ্ঠত্ব হল বিনয়।

--হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ)।


📖 কোন একটি মন্দ কাজ থেকে এমনভাবে বিরত থাকবে যেন জীবনে তা আর না করা হয়। ইহাই বিশুদ্ধতম তাওবাহ।

--হযরত ওমর (রাঃ)।


📖 জীবিকার জন্য কোন চেষ্টা সাধন না করে নিশ্চেষ্ট বসে থাকার নাম কোন অবস্থাতেই তাওয়াক্কুল হতে পারে না । কেননা, জীবিকার জন্য চেষ্টার তদবির ছেড়ে দেওয়া বড় রকমের গুনাহ। 

--ইমাম গাজ্জালী (রহঃ)।


📖 মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা সে কখনো কল্যাণের মুখ দেখবে না।

--হযরত ওসমান (রাঃ)।


📖 বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে তা চিন্তা কারে ।

-হযরত আলী (রাঃ)।


📖 তোমার নরম শরীর আর প্রিয়তাই তোমায় পুড়িয়ে মারছে, মিথ্যা, ভয়, দুঃখ ও সন্দেহ পরিত্যাগ কর ।

-আল্লামা ইকবাল (রাঃ)।


📖 ভিক্ষা করার চেয়ে যে কোন সামান্য পেশাও শ্রেয়।

- হযরত ওমর (রাঃ) ৷

____________

সম্পাদনা ও সংকলনে : সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন