আদর্শ জীবনের বানী - ২
📖 অন্তচক্ষু অল্প হওয়া অপেক্ষা চর্ম চক্ষু অল্প হওয়া অনেক ভাল ।
- হযরত আলী (রাঃ)।
📖 তোমার উপর কোরানের আছে আধিকার, বার-বার তুমি কোরান করিবে পাঠ । কোরানের সাহায্যে তোমার আকাঙ্কিত যে কোন লক্ষ্যে তুমি পারিবে পৌছিতে ।
-আল্লামা ইকবাল (রাঃ)।
📖 মর্যাদা লাভ হয় জ্ঞানের মাধ্যমে, রক্ত সর্ম্পকের মাধ্যমে নয়,সৌন্দয্যের সুষমা বিকশিত হয় শিষ্টাচারের মাধ্যমে, সুন্দর পোশাকে নয় ।
- ইমাম গাজ্জালী রোঃ)
📖 বাক্যের উপর যার নিয়ন্ত্রণ নেই, তার পক্ষে মর্যাদা পাওয়ার মত কিছুই নেই ।
-হযরত আলী (রাঃ)।
📖 আহমকের কথায় প্রতিবাদ কর না, শেষে তুমিই আহমক সেজে যাবে।
-হযরত সোলাইমান (আঃ)।
📖 যা সত্য নয় তা কখনো মুখে এনো না, তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে ৷
- হযরত আলী (রোঃ)।
📖 অত্যাচারীতের বিরুদ্ধে অত্যাচারীতের অন্তরে যে বিদ্বেষাগ্নির জন্ম হয়, তা অত্যাচারীকে ভম্ম করেই ক্ষান্ত হয় না, সে আগুনের শিখায় অনেক কিছুই দগ্ধীভূত হয় ।
- হযরত আলী (রাঃ)
📖 নিজের বিপদের কথা শক্রকে বলো না. সে মুখে দুঃখ প্রকাশ করবে অন্তরে উল্লাস বোধ করবে ।
- শেখ সাদী (রাঃ)।
📖 পশুর মত সংখ্যাগরিষ্ঠ হয়ে লাভ কি. যদি আমাদের গৌরব করার মত কিছুই না থাকে ।
- কাজী নজরুল ইসলাম
📖 বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ নিজেকে বড় বলে অপদস্থ হয়।
- হযরত আলী (রাঃ)।
____________
সম্পাদনা ও সংকলনে : সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন