হুযুর পুরনূর (ﷺ) এর ইমাম হাসানের প্রতি বিশেষ মুহাব্বত
হযরত সায়্যিদুনা ওরওয়াহ বিন যুবাইর (রাঃ) নিজের পিতা থেকে বর্ণনা করেন: একবার ছরকারে দো’আলম, নূরে মুজাস্সম (ﷺ) ইমাম হাসান (আঃ) কে চুমু দিলেন, তাঁর ঘ্রাণ নিলেন এবং বুকের সাথে জড়িয়ে ধরলেন ঐ সময় তিনি (ﷺ) এর পাশে এক আনছারী সাহাবী দাঁড়িয়ে ছিলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ) ওনাকে ইমাম হাসান (আঃ) এর প্রতি এমন মুহাব্বত দেখে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) ! আমার একটি ছেলে আছে। সে এখন বালেগ হয়েছে। কিন্তু আমি তাকে কখনাে চুমু দিয়নি। তিনি (ﷺ) ইরশাদ করলেন: “যদি আল্লাহ্ তাআলা তােমার অন্তর থেকে মুহাব্বত তুলে নেয়, তবে এতে আমার কি করার আছে।”
(আল মুস্তাদরাক, মিন ফাযায়ীলিল হাসান বিন আলী, ১ম খন্ড, ৪র্থ খন্ড, ১৬১ পৃষ্ঠা, হাদীস- ৪৮৪৬)
🌀 আ’লা হযরত (রহঃ) এর রিসালা “আওলাদ কি হুকুক” যেটা মাকতাবাতুল মদীনা থেকে সহজভাবে প্রকাশ করা হয়েছে। এটির অধ্যয়নও উপকারী সাবস্ত হবে আসুন! এখন শুনি, বাচ্চাদের খুশি করার কি ফযীলত। যেমন
🌀 হযরত সায়্যিদুনা আয়েশা সিদ্দিকা (রাঃ) বর্ণনা করেন; মদীনার তাজেদার, রাসূলদের সরদার, হুযুরে আনওয়ার (ﷺ) ইরশাদ করেছেন: “নিঃসন্দেহে জান্নাতে একটি ঘর রয়েছে, যাকে “আল ফারহ্” বলা হয়। তাতে ঐ সকল লােক প্রবেশ করবে যারা বাচ্চাদেরকে খুশি করে থাকে।”
(জামে সগীর, ১৪০ পৃষ্ঠা, হাদীস- ২৩২১)
🌀 আ’লা হযরত ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ্ ইমাম আহমদ ওয়া খাঁন (রহঃ) এক প্রশ্নের জবাবে পিতার উপর সন্তানদের হক সমূহ বর্ণনা করতে গিয়ে বলেন: পিতা আল্লাহর এ আমানতের সাথে স্নেহ ও মমতা সহকারে আচরণ করবে। তাদেরকে মুহাব্বত করবে। শরীরের সাথে লাগাবে, কাঁধের উপর আরােহন করাবে। তাদের সাথে খেলা করা, আনন্দ দানকারী কথাবার্তা, তাদের মনখুশি, মনে আনন্দ প্রদান, লালন পালন, সুরক্ষার ব্যাপারে সর্বদা এমনকি নামায ও খুতবায়ও খেয়াল রাখবে, নতুন ফল-ফলাদি তাদেরকে দিবে। কেননা, তারাও তাজা ফল, নতুনকে নতুন জিনিস দেয়া যথাযথ। কখনাে কখনাে সামর্থ্য অনুযায়ী তাদেরকে শিরনী ইত্যাদি খাওয়ানাে। পরিধানের জন্য, খেলার জন্য জিনিস (যা) শরয়ীভাবে বৈধ দিতে থাকুন। খুশী প্রদানের জন্য মিথ্যা ওয়াদা করবেন না বরং বাচ্চাদের সাথে ঐ ওয়াদা করবেন, যা করার ইচ্ছা রাখবে। বাচ্চা বেশি হলে তবে যে জিনিস দিবেন। সবাইকে সমান ও এক রকম দিবেন। এককে অপরের উপর অনর্থক (ধর্মীয়ভাবে মর্যাদা প্রদান ব্যতীত) প্রাধান্য দিবেন না। (ফতােওয়ায়ে রবীয়া, ২৪/৪৫৩)।
______________
হাসনাইনে কারীমাঈনের মর্যাদা ও মাহাত্ম্য
(দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার সুন্নাতে ভরা বয়ান থেকে সংকলিত)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন