আংটি পরিধানের মাদানী ফুল:


আংটি পরিধানের মাদানী ফুল:

🌀 পুরুষের জন্য স্বর্ণের আংটি পরিধান করা হারাম। (অপ্রাপ্তবয়স্ক) ছেলেকে স্বর্ণ-রৌপ্যের অলংকার পরানাে হারাম। যে ব্যক্তি পরাবে সে গুনাহ্গার হবে। লােহার আংটি জাহান্নামীদেরই অলংকার।

(তিরমিযী, ৩য় খন্ড, ৩০৫ পৃষ্ঠা, হাদীস: ১৭৯২)

🌀 পুরুষদের জন্য সেরূপ আংটিই জায়েয যেগুলাে (লেডিস ষ্টাইলের নয়) জেন্টস ষ্টাইলের। অর্থাৎ তা হবে কেবল এক পাথর বিশিষ্ট। আর যদি তাতে একের অধিক (কয়েকটি) পাথর থাকে, তাহলে তা রূপার হয়ে থাকলেও পুরুষদের জন্য নাজায়েয।
(রদুল মুহতার, ৯ম খন্ড, ৫৯৭ পৃষ্ঠা)

★ পাথর বিহীন আংটি পরিধান করা নাজায়েয। কেননা, এটি কোন আংটি নয়, বরং রিং।

★ হুরূফে মুকাত্তাআত-খুদিত (পবিত্র কুরআন শরীফের বিভিন্ন সূরার প্রারম্ভিক বিচ্ছিন্ন বর্ণ-খুদিত) আংটি ব্যবহার করা জায়েয। কিন্তু হুরূফে মাকাআত-খুদিত আংটি অযুবিহীন অবস্থায় পরিধান করা, স্পর্শ করা অথবা মুসাফাহাকালে হাত মিলানাে ব্যক্তিটির এই আংটিখানা অযুবিহীন অবস্থায় স্পর্শ হয়ে যাওয়া জায়েয নেই।) অনুরূপ পুরুষদের জন্য একাধিক (জায়েয) আংটি পরিধান করা কিংবা (একাধিক) রিং পরিধান করা নাজায়েয।

★ এক পাথর বিশিষ্ট রূপার একটি আংটি যদি ৪ গ্রাম ৩৭৪ মিলিগ্রাম হতে কম ওজনের হয়ে থাকে তাহলে সেটি পরিধান করা জায়েয। যদিও তা মােহরের প্রয়ােজনে না হয়ে থাকে। কিন্তু তা পরিহার করা (অর্থাৎ যার ষ্টাম্পের প্রয়ােজন নেই, তার পক্ষে জায়েয আংটিও পরিধান না করাই) উত্তম। আর (যাকে আংটি দিয়ে ছাপ দিতে হয় অর্থাৎ আংটিকে মােহর হিসাবে ব্যবহার করতে হয়, তার পক্ষে) মােহরের প্রয়ােজনে কেবল জায়েযই নয় বরং সুন্নাত।

★ অবশ্য অহংকার প্রদর্শনের জন্য কিংবা মেয়েদের মত টিপ-টাপ ষ্টাইলের অথবা অন্য কোন ঘৃনিত উদ্দেশ্যে একটি আংটিই বা কেন, এরূপ উদ্দেশ্য নিয়ে তাে স্বাভাবিক কাপড়চোপড় পরিধান করাও নাজায়েয।

(ফতওয়ায়ে রবীয়া, ২২তম খন্ড, ১৪১ পৃষ্ঠা)

★ দুই ঈদে আংটি পরিধান করা মুস্তাহাব।

(বাহারে শরীয়াত, ১ম খন্ড, ৭৭৯, ৭৮০ পৃষ্ঠা)

★ আংটি পরিধান করা কেবল তাদের জন্যই সুন্নাত, যাদের মােহর করার প্রয়ােজন রয়েছে (অর্থাৎ ষ্টাম্প হিসাবে ব্যবহার করার)। যেমন; সুলতান, কাজী, আলিম-ওলামা যাঁরা ফতােয়ায় মােহর ব্যবহার করেন। এরা ব্যতীত অন্যান্যদের জন্য যাদের মােহরের প্রয়ােজন নেই, তাদের জন্য সুন্নাত নয়। অবশ্য পরিধান করা জায়েয।
(আলমগিরী, ৫ম খন্ড, ৩৩৫ পৃষ্ঠা)

★ মান্নতের কিংবা ফুক দেওয়া ধাতুর (METAL) তৈরি চেইন পুরুষের পক্ষে পরিধান করা নাজায়েয ও গুনাহ্। অনুরূপ ভাবে মদীনা মুনাওয়ারা কিংবা আজমীর শরীফের রূপার অথবা অন্য যেকোন ধাতুর রিং এবং ষ্টাইল করে তৈরি করা আংটি পরাও জায়েয নেই।

★ অসংখ্য সুন্নাত শিখার জন্য মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত ২টি কিতাব
(১) ৩১২ পৃষ্ঠা সম্বলিত কিতাব “বাহারে শরীয়াত” ১৬তম খন্ড
(২) ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব ‘সুন্নাত ও আদব হাদিয়া দিয়ে সংগ্রহ করে পাঠ করুন।

সুন্নাত প্রশিক্ষনের একটি সর্বোত্তম মাধ্যম হচ্ছে দাওয়াতে ইসলামীর মাদানী কাফেলা সমূহতে আশেকানে রাসুলদের সাথে সুন্নাতে ভরা সফর করা।
______________
হাসনাইনে কারীমাঈনের মর্যাদা ও মাহাত্ম্য
(দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার সুন্নাতে ভরা বয়ান থেকে সংকলিত)
 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]

Post a Comment

নবীনতর পূর্বতন