অসন্তুষ্ট আত্মীয়দের সাথে আপােষ করে নিন
🌀 হুযুর পুরনূর (ﷺ) ইরশাদ করেন:
"যে আল্লাহ্ তাআলার জন্য বিণয় অবলম্বন করে, আল্লাহ্ তাআলা তাকে মর্যাদা বৃদ্ধি করেন।”
(শুয়াবুল ঈমান)
🌀 হযরত সায়্যিদুনা ফকীহ আবুল লাইছ ছমরকন্দি (রহঃ) বলেন:
"আত্মীয়তার বন্ধন রক্ষার মধ্যে ১০টি উপকার রয়েছে:
* আল্লাহ্ তাআলার সন্তুষ্টি অর্জন হয়,
* লােকদের খুশির কারণ হয়,
* ফেরেস্তারা খুশি হন,
* মুসলমানদের পক্ষ থেকে ঐ ব্যক্তির প্রশংসা হয়,
* শয়তান এতে কষ্ট পায়,
* হায়াত বৃদ্ধি হয়,
* রিযিকে বরকত হয়,
* মৃত বাবা-মা খুশি হন,
* একে অপরের প্রতি ভালবাসা বৃদ্ধি হয়,
* মৃত্যুর পর তার সাওয়াবের মধ্যে বৃদ্ধি করে দেওয়া হয়। কেননা, লােকেরা তার হকের মধ্যে দোয়া করে থাকেন।
(তাম্বীহুল গাফেলীন, ৭৩ পৃষ্ঠা)
🌀 তাজেদারে রিসালাত, শাহানশাহে নবুয়ত, মুস্তফা জানে রহমত (ﷺ) ইরশাদ করেছেন: “যে (ব্যক্তি) আমার সুন্নাতকে ভালবাসল সে (মূলত) আমাকে ভালবাসল আর যে আমাকে ভালবাসল, সে জান্নাতে আমার সাথে থাকবে।”
(মিশকাতুল মাসাবিহ, ১ম খন্ড, ৫৫ পৃষ্ঠা, হাদীস- ১৭৫)।
______________
হাসনাইনে কারীমাঈনের মর্যাদা ও মাহাত্ম্য
(দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার সুন্নাতে ভরা বয়ান থেকে সংকলিত)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন