সম্পর্ক ছিন্নকারী ক্ষমা থেকে বঞ্চিত

 

সম্পর্ক ছিন্নকারী ক্ষমা থেকে বঞ্চিত


🌀 ফরমানে মুস্তফা (ﷺ) “সােমবার ও বৃহস্পতিবার আল্লাহ্ তাআলার সামনে লােকদের আমল পেশ করা হয়। তখন আল্লাহ্ তাআলা পরস্পর শত্রুতা ও সম্পর্ক ছিন্নকারীদের ছাড়া বাকী সবাইকে ক্ষমা করে দেন।”


(মুজামুল কবির লিত তাবারানী, ১ম খন্ড, ১৬৭ পৃষ্ঠা, হাদীস- ৪০৯)


🌀 হযরত সায়্যিদুনা আমশ (রাঃ) থেকে বর্ণিত; হযরত সায়্যিদুনা আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) একবার সকালে মজলিশে তাশরীফ আনলেন, তিনি বললেন: আমি সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ্ তাআলার শপথ দিচ্ছি! সে যেন এখান থেকে উঠে যায়। কেননা, আমরা আল্লাহ্ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করব। আর সম্পর্ক ছিন্নকারীর জন্য আসমানের দরজা বন্ধ থাকে এবং সে যদি এখানে অবস্থান করে, তাহলে রহমত বর্ষণ হবে না আর আমাদের দোয়া কবুল হবে না।

(আল মুজামুল কবির, ৯ম খন্ড, ১৫৮ পৃষ্ঠা, হাদীস- ৮৭৯৩)।

______________

হাসনাইনে কারীমাঈনের মর্যাদা ও মাহাত্ম্য

(দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার সুন্নাতে ভরা বয়ান থেকে সংকলিত)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন