মনে রাখবেন! যেমনি ভাবে স্বয়ং তাজেদারে আম্বিয়া, হুযুর পুরনর ﷺ এর পবিত্র সত্ত্বার প্রতি সম্মান করা আবশ্যক তেমনিভাবে তাঁর সাথে সর্ম্পকীত সাহাবাগণ, পবিত্র আওলাদগণ,বিবিগণ,সন্তান এবং তাবাররূকের সাথে সাথে হুযুর ﷺ এর পবিত্র আলোচনা ও সম্মান করা আবশ্যক।এমনিতো সকল দ্বীনি মাহফিলে মুস্তাফা ﷺ'র আলোচনা করা হয়। কিন্তু বিশেষ করে ইজতিমায়ে মিলাদে হুযুর ﷺ এর উত্তম আলোচনা করা হয়। তাঁর শান ও মহত্বের বর্ণনা করা হয়। তাঁর পবিত্র জীবনের প্রিয় ঘটনা সমূহ শুনানো হয়।
▶▪সুতরাং জশনে ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন করাও তাযীমে মুস্তাফা ﷺ'র একটি রূপ।
🔺(রুহুল বয়ান, ৯ম খন্ড, ৫৬ পৃষ্ঠা)
▶▪ইমাম জালালুদ্দীন সুয়ূতী শাফেয়ী رضي الله عنه বলেন: মিলাদে মুস্তাফা ﷺ উদযাপন করাই হচ্ছে তাঁর মর্যাদার সম্মান করা।
🔺(আল হাবি লিল ফতোয়া, ১ম খন্ড, ২২২ পৃষ্ঠা)
▶▪এরূপ মুহাম্মদ বিন ইউসুফ সালেহী رضي الله عنه বলেন: মিলাদ উদযাপন করাতে হুযুর ﷺ'র ভালবাসা এবং সম্মান প্রকাশ পায়।
🔺(সুবুলুল হুদা ওয়ার রাশদাদ, ১ম খন্ড, ৩৬৫ পৃষ্ঠা)
আমাদের সৌভাগ্য যে অতি শীঘ্রই রবিউল আউয়ালের মোবারক মাস আমাদের মাঝে উপস্থিত হতে চলেছে। এই রহমতের মাস আসতেই আশিকানে রাসূল ﷺ 'র অন্তরে খুশির বার্তা বয়ে যায় এবং তারা জশনে ঈদে মীলাদুন্নবী ﷺ'র উৎযাপনের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে যায় এবং কেনই বা হবে না যে, হুযুর ﷺ এর আগমনে তো পুরো কায়েনাত(জগত) আনন্দীত। আরশ খুশীতে আন্দোলিত। কুরসী ও খুশীতে গর্বিত।
____________
কিতাব : তাজীমে মুস্তাফা ﷺ
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন