আরশের ডান দিকে নূরের নহর


আরশের ডান দিকে নূরের নহর


আল্লাহতা’য়ালার এরশাদ

يخلق ما لا تعلمون 

‘যা তোমরা জাননা উহা সৃষ্টি করা হয়’ এ আয়াতের তাফসিরে ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমত উল্লেখ করেন- হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আরশের ডানদিকে নূরের একটি নহর (নদী) রয়েছে, যা সপ্তআকাশ, সপ্তস্তবক জমিন এবং সাত সমুদ্রের সমতুল্য। হযরত জিব্রাইল আলাইহিস সালাম প্রতিদিন অতি প্রত্যুষে আগমন করে তাতে অবগাহন করেন। আর স্বীয় জ্যোতির উপর আরো জ্যোতি বৃদ্ধি করে থাকেন এবং স্বীয় সৌন্দর্যকে অত্যুজ্জ্বল করে থাকেন। যখন জিব্রাইল আলাইহিস সালাম তাঁর পাখাসমূহ ঝেড়ে থাকেন, তখন আল্লাহতা’য়ালা তাঁর প্রত্যেক ফোঁটা হতে কয়েক হাজার ফেরেশতা সৃষ্টি করে থাকেন। এ ধারা কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। অন্য এক রেওয়ায়েতে রয়েছে, যে সকল ফেরেশতা তথা আল্লাহতা’য়ালার তাসবিহ পাঠ করে থাকেন। তাঁর প্রত্যেক তাসবিহ হতেও আল্লাহতা’য়ালা ফেরেশতা সৃষ্টি করে থাকেন।

__________

কিতাব : মি’রাজুন নাবী ﷺ

লেখকঃ  হযরতুল আল্লামা অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী (মা.জি.আ.)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন