মি’রাজ রজনীতে বিশেষ ইলিম

 

মি’রাজ রজনীতে বিশেষ ইলিম


শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তদীয় মাদারিজুন নবুয়ত নামক কিতাবের ১ম জিলদের ১০৮ পৃষ্ঠায় উল্লেখ করেছেন-


يس- والقران الحكيم- انك لمن المرسلين- على صراط المستقيم- وذلك فضل الله يوتيه من يشاء- والله ذو الفضل العظيم- وفرمود فاوحى الى عبده ما اوحى- بتمامۂ علوم ومعارف وحقائق وبشارات واشارات واخبار واثار وکرامات وکمالات کہ در حیطہ این ابھام داخل است- وہمہ را شامل ازکثرت وعظمت اوست کہ مبہم آورد وبیان نکرد اشارت بآنکہ جزء علم علام الغیوب وسول محبوب بدان محیط نتواند شد مگر انچہ آنحضرت بیان کردہ یا انچہ از مقابلہ ومحاذات روح اقدس وی بربواطن بعضے از اکمل اولیا بشرف اتباع وی مستعد ومشرف اندفتہ واللہ اعلم- 


অর্থাৎ হে সায়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! বিজ্ঞানময় কুরআনের কসম, নিঃসন্দেহে আপনি রাসূলগণের মধ্যে অন্যতম, আপনি সিরাতে মুস্তাকিম বা সোজা পথের উপর প্রতিষ্ঠিত। ইহা একমাত্র আল্লাহতায়ালার অনুগ্রহ ও করুণা, আল্লাহতা’য়ালা যাকে ইচ্ছা করেন, তা দান করে থাকেন। তিনিই শ্রেষ্ঠ করুণার আধার। তারপর এরশাদ করেন-


فاوحى الى عبده ما اوحى 


অতঃপর তাঁর খাস মাহবুব বান্দার উপর অর্থাৎ ছরকারে কায়েনাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহি অবতরণ করেন, যা কিছু অবতীর্ণ করেছেন। সর্বপ্রকারের ইলিম বা জ্ঞান (تمام علوم) معارف حقائق তত্ত্বজ্ঞান। بشارات সুসংবাদواشارات ইশারা ও اخبار সংবাদ اثار নিদর্শনাবলী ও كرامات কারামাত كمالات এবং ঐ সকল কামালাত যা অনুল্লেখের পর্যায়ে রয়েছে সকলই ইহার অন্তর্ভুক্ত এবং উহার প্রত্যেক আধিক্যতা ও শ্রেষ্ঠত্ব ও ইহার শামিল। কেননা এ স্থানে مبهم বা অনির্দিষ্ট অর্থবোধক ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে। এজন্য উক্ত ইশারা বা ইঙ্গিতের ব্যাখ্যা প্রদান করা হয়নি।

__________

কিতাব : মি’রাজুন নাবী ﷺ

লেখকঃ  হযরতুল আল্লামা অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী (মা.জি.আ.)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন