কুরআনুল কারীমে কালিমার বর্ণনা
আল্লাহ তা’য়ালা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কালিমার বাক্য পুরোটাই উল্লেখ করেছেন। ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বাক্যটি বর্ণিত হয়েছে ২ বার এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যটি বর্ণিত হয়েছে ১ বার।
* সূরা সাফফাতে বর্ণিত এভাবে:
انهم كانوا اذا قيل لهم لا اله الا الله يستكبرون
অর্থ: যখন তাদের বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই’ তখন তারা ঔদ্বত্য প্রদর্শন করত। (সাফফাত ৩৫)
* সূরা মুহাম্মদে বর্ণিত হয়েছে:
فاعلم انه لا اله الا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات
অর্থ: জেনে রাখুন ‘আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই’। ক্ষমা প্রার্থনা করুন আপনার খাস ও আম মু’মিন পুরুষ ও নারীদের জন্য। (সূরা মুহাম্মদ- ১৯)
* সূরা ফাতাহ এ বর্ণিত হয়েছে:
محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم
অর্থ মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তাঁর সাথীগণ কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। (সূরা ফাতাহ ২৯)।
_________________
কিতাবঃ হাদিস নিয়ে সালাফিদের জালিয়াত
লেখকঃ হাফিজ মাওলানা মুফতি মুহাম্মদ ইকরাম উদ্দিন
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন