আল্লাহ এক, রসূল এক, কোরআনুল করীম এক, হাদীস পাক এক তবে মুসলমানের ভিতর এত দল-উপদল কেন?

 

মুহাম্মদ জিয়াউর রহমান 

স্নাতক সম্মান (ইংলিশ),চট্টগ্রাম সিটি কলেজ


প্রশ্ন : আল্লাহ এক, রসূল এক, কোরআনুল করীম এক, হাদীস পাক এক তবে মুসলমানের ভিতর এত দল-উপদল কেন?

উত্তর : নবী করীম সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। তাদের মধ্যে একটি দল ছাড়া সকলেই জাহান্নামী। সাহাবা-ই কেরাম আরজ করলেন- হে আল্লাহর রসূল! সে দল কোনটি? আর তাঁদের নিদর্শন কি? উত্তরে প্রিয় রসূল এরশাদ করলেন, যে দলে আমি ও আমার সাহাবা-ই কেরাম রয়েছেন। এ হাদীস দ্বারা প্রমাণিত, প্রিয় রসূলের উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। সকলের আল্লাহ এক, রসূল এক, কোরআন এক এবং হাদীসও এক। তথাপিও ৭২ দলের অনুসারী সকলেই জাহান্নামী। আর জান্নাতী দলের অনুসারী তাঁরাই, যারা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবা-ই কেরামকে সর্বোচ্চ সম্মান ও অনুসরণ করে। আর সে দলটি হল আহলে সুন্নাত ওয়াল জামা'আত তথা সুন্নী মুসলমান।

তারা নবীর শানে কোন প্রকার কটুক্তি করেনা, কোন সাহাবা-ই কেরামকে গালমন্দ করেনা এবং আউলিয়া-ই কেরামের শানে বদআকীদা পােষণ করেনা যেমনটি করে থাকে ওহাবী -দেওবন্দী, শিয়া-রাফেযী- খারেজী ও মওদূদীপন্থী তথা জামা'আতে ইসলামী ইত্যাদি ভ্রষ্টদলপন্থীরা। সুতরাং প্রমাণিত যে, সুন্নী মুসলমানরাই হক আর বাকী সব দলই ভ্রষ্ট।

(হযরত পীরানেপীর দস্তগীর গাউসুল আযম শায়খ সৈয়্যদ আবদুল কাদের জীলানী রদ্বিয়াল্লাহু তাআলা আনহ কর্তৃক রচিত গুনিয়াতুত তালিবীন, হযরত মােল্লা আলী ক্বারী রহমাতুল্লাহি আলায়হি রচিত মিরকাত শরহে মিশকাত ও হযরত মােল্লা আহমদ জীবন রহমাতুল্লাহি আলায়হি কর্তুক রচিত তাফসীরাতে আহমদিয়া ইত্যাদি)। (যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ৫৬)।


উত্তর দিয়েছেন :-  মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)

Post a Comment

নবীনতর পূর্বতন