ফেরেস্তাদের চক্ষু নির্গত ফোঁটা থেকে ফেরেস্তার সৃষ্টি


ফেরেস্তাদের চক্ষু নির্গত ফোঁটা থেকে ফেরেস্তার সৃষ্টি

(১২) ইমাম আবু নাঈম, খতীবে বাগদাদ, ইবনে আসাকির এবং বায়হাকী "কিতাবুর রুইয়তে" আলী ইবনে আবী আরতাতের উদৃতিক্রমে কতেক সাহাবী থেকে বর্ণনা করেন। 

রাসূলে খােদা (ﷺ) ইরশাদ করেন -

ان الله الملاٸکة ترعد فراتقهم من مخافته مامنهم من ملك يقطر من عينه دمعة الأوقعت ملكا قائما يسبح - الحديث

অর্থাৎ, আল্লাহ তায়ালার এমন কতেক ফেরেস্তা রয়েছে, যাদের সারা শরীর শিহরিয়ে উঠে আল্লাহ ভীতির দ্বারা। তম্মধ্যে ফেরেস্তাদের চক্ষু থেকে যে চোখের ফোঁটা পড়ে তা পড়তে পড়তেই ফেরেস্তা হয়ে যায়, যারা দাঁড়িয়ে আল্লাহ তায়ালার তাসবীহ পাঠ করেন।

[ইমাম ইবনে হাজর মক্কী কৃত; ফতোওয়ায়ে হাদীসিয়াতে আছে- “আদ বিন আরতাত']

(১৩) আবু শেখ কা'ব আহবার (رضي الله عنه) থেকে এ ধরণের বর্ণনা করেন,

لاتقطر عين ملك منهم الا كانت ملكا يطير من خشية الله

অর্থাৎ, সে সব ফেরেস্তা যাদের চক্ষু থেকে যে ফোঁটা পড়ে, তা একটি ফেরেস্তা হয়ে আল্লাহ তায়ালার ভয়ে উড়ে যায়।

_____________

কিতাবঃ ফেরেস্তা সৃষ্টির ইতিবৃত্ত [আল হেদায়াতুল মােবারাকা ফী তাখলীকে মালায়েকা"র বাংলা রূপ]

মূলঃ ইমাম আহমদ রেযা খান বেরলভী (রঃ)

অনুবাদঃ আবু সাঈদ ইউসুফ জিলানী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন