সুরা বাক্বারা ও আল-ইমরানের পুণ্য দ্বারা ফেরেস্তার সৃষ্টি

 

সুরা বাক্বারা ও আল-ইমরানের পুণ্য দ্বারা ফেরেস্তার সৃষ্টি



(১৭) ইমাম কুরতুবী  (رحمة الله) তাযকিরায় ওলামা কিরাম থেকে বর্ণনাকারী। 


যে ব্যক্তি সুরা বাক্বারা ও আলে ইমরান পড়েন, আল্লাহ তায়ালা সেই পুণ্য দ্বারা ফেরেস্তা সৃষ্টি করেন। যারা কিয়ামত দিবসে তার (বাকারা ও আলে ইমরান পাঠকারী) পক্ষ হয়ে বাদানুবাদ (তর্ক-বিতর্ক) করবে। 



▪ আলফাসী  (رحمة الله) “মােতালেয়ল মুসাররাতে এটা বর্ণনা করেন । তাঁর মতে আহমদ ও মুসলিমের হাদীস,


اقرؤا الزهراوين البقرة وآل عمران فانهما تاتيان يوم القيامة كانهما غسامتان أوغایتان او كانهما فرقان من الطير صواف يحاجان عن أصحابهما


অর্থাৎ, সুরা বাকারা ও আলে ইমরান এ উজ্জ্বলতর ও নূরানী সুরদ্বয় পাঠ করাে। কেননা, এ সুরাদ্বয় কিয়ামত দিবসে এমন ভাবেই আসবে যে, যেন দুখন্ড মেঘ অথবা উপর থেকে দু'টি ছায়া প্রদানকারী বস্তু কিংবা কাতারবন্দী পাখিদের দু'টি বৃহৎ দল যারা এ সুরাদ্বয় পাঠকারীদের পক্ষ হয়ে লড়বে' একই মর্মার্থের । 

_____________

কিতাবঃ ফেরেস্তা সৃষ্টির ইতিবৃত্ত [আল হেদায়াতুল মােবারাকা ফী তাখলীকে মালায়েকা"র বাংলা রূপ]

মূলঃ ইমাম আহমদ রেযা খান বেরলভী (রঃ)

অনুবাদঃ আবু সাঈদ ইউসুফ জিলানী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন