ইমাম হাসানের প্রতি শেরে খােদার ভালবাসা

 

ইমাম হাসানের প্রতি শেরে খােদার ভালবাসা


হযরত সায়্যিদুনা আসবাগ বিন নুবাতা (রাঃ) বলেন: একবার হযরত সায়্যিদুনা ইমাম হাসান মুজতবা (আঃ) অসুস্থ হয়ে পড়লেন, তখন হযরত সায়্যিদুনা আলী মুরতাজা (আঃ) তাঁর সেবায় তাশরীফ নিয়ে গেলেন। আমিও তাঁর সাথে সেবার জন্য গেলাম। হযরত সায়্যিদুনা আলী মুরতাজা (আঃ) তাঁর অবস্থা জিজ্ঞাসা করে বললেন: হে রাসূলের নাতি! আপনার অবস্থা কেমন? উত্তর দিলেন: ভাল আছি। তিনি বললেন: যদি আল্লাহ্ তাআলা চান। তাে ভাল হয়ে যাবেন। তার পর হযরত সায়্যিদুনা ইমাম হাসান (রাঃ) আরজ করলেন: আমাকে হেলান দিয়ে বসান। হযরত সায়্যিদুনা আলী (রাঃ) তাঁকে বুকে ঠেস লাগিয়ে বসিয়ে দিলেন। তারপর হযরত সায়্যিদুনা ইমাম হাসান (রাঃ) বললেন:


একদিন আমাকে নানাজান, রহমতে আলামীন (ﷺ) ইরশাদ করেছেন: “হে আমার পুত্র! জান্নাতে একটি গাছ রয়েছে়। পরীক্ষায় নিমজ্জীত লােকদের কিয়ামতের দিন ঐ বৃক্ষের নিচে একত্রিত করা হবে। ঐ সময় তখন না মীযান রাখা হবে না আমল নামা খােলা হবে। তাদেরকে পরিপূর্ণ ভাবে প্রতিদান দেওয়া হবে।” তার পর ছরকারে দো’আলম (ﷺ) এই আয়াত শরীফ তিলাওয়াত করেন:

কানযুল ঈমান থেকে অনুবাদ:

"ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পরিপূর্ণ ভাবে দেওয়া হবে অগণিত ভাবে।" (যুমর, আয়াত- ১০)


(কিতাবুদ দোয়া লিত তাবারানী, ৩৪৭ পৃষ্ঠা)


🌀 আল্লাহ্ তাআলার মাহবুব (ﷺ) ইরশাদ করেন: “যখন কিয়ামতের দিন রােগী ও মুসীবত গ্রস্থদেরকে সাওয়াব প্রদান করা হবে, তখন সুস্থ লােকেরা প্রত্যাশা করবে, হায়! দুনিয়ার মধ্যে যদি আমাদের চামড়া কাঁচি দিয়ে কাটা হতাে।”


(সুনানে তিরমিযী, ৪র্থ খন্ড, ১৮০ পৃষ্ঠা, হাদীস- ২৪১০)


🌀 প্রসিদ্ধ মুফাসসীর হকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খাঁন (রহঃ) এই হাদীসে পাকের শব্দ; “হায়! দুনিয়াতে আমাদের চামড়া কাঁচিতে কেটে যেত” এই ব্যাপারে বলেন: অর্থাৎ প্রত্যাশা ও আখাঙ্ক্ষা করবে যে, আমাদের উপরও দুনিয়ায় এই ধরণের রােগ এসে যেত, তবে আমরাও ঐ সাওয়াব আজ পেতাম। যা অন্য রােগাক্রান্ত ও বিপদগ্রস্থ ব্যক্তি পাচ্ছে।

(মিরআত, ২য় খন্ড, ৪২৪ পৃষ্ঠা)।

______________

হাসনাইনে কারীমাঈনের মর্যাদা ও মাহাত্ম্য

(দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার সুন্নাতে ভরা বয়ান থেকে সংকলিত)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন