কাফেরদের প্রফুল্ল্য জীবনের হিকমত

 ১

 কাফেরদের প্রফুল্ল্য জীবনের হিকমত


অনেক সময় মুসলমান নিজের রিক্তহস্ততা ও কাফেরদের আরাম আয়েশ ও প্রফুল্ল্য জীবন দেখে কুমন্ত্রণার স্বীকার হয়ে যায় এবং তার মনে বিভিন্ন ধরণের প্রশ্ন সৃষ্টি হয়। অথচ এতে আল্লাহ্ তাআলার অনেক বড় হেকমত গােপন রয়েছে। হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস (রাঃ) বলেন: এক নবী (আঃ) আল্লাহ্ তাআলার দরবারে আরয করলেন: হে আমার প্রতিপালক! মুমিন বান্দা তােমার অনুসরণ করে এবং তােমার নাফরমানী থেকে বেঁচে থাকে। আর কাফের তােমার অনুসরণ করে না, বরং তােমার নাফরমানির উপর সাহস করে থাকে। কিন্তু তাকে মুসীবত থেকে দূরে রাখ এবং তার জন্য দুনিয়াকে প্রশস্থ করে দাও। (এতে কি হিকমত রয়েছে) আল্লাহ্ তাআলা তাঁর উপর ওহী অবতরণ করলেন: বান্দাও আমার, আর মুসীবতও আমার ইচ্ছাধীন এবং সকলে আমার প্রশংসার সাথে আমার তাসবীহ করে থাকেন।

মুমিনীনের দায়িত্বে যে গুনাহ রয়েছে তা আমি দুনিয়াতে দূরীভূত করে তাকে পরীক্ষায় পতিত করি। আর এই পরীক্ষা ও মুসীবত তার গুনাহর কাফফারা হয়ে যায়। এমনকি সে যখন আমার সাথে সাক্ষাৎ করবে, তখন আমি তাকে নেকীর পুরস্কার দেব আর কাফেরের দুনিয়াবী ভাবে কিছু নেকী হয়ে থাকে, তবে আমি তার জন্য রিযিক প্রশস্থ ও মুসীবতকে দূরে রাখি, আর এই ভাবে আমি তার নেকীর পুরস্কার দুনিয়াতে দিয়ে দিই। এমনকি সে যখন আমার সাথে সাক্ষাৎ করবে তখন তার গুনাহের কারণে তাকে শাস্তি দিব।

______________

হাসনাইনে কারীমাঈনের মর্যাদা ও মাহাত্ম্য

(দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার সুন্নাতে ভরা বয়ান থেকে সংকলিত)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন