পবিত্র তাফসিরগ্রন্থে কালিমার বর্ণনা

 

পবিত্র তাফসিরগ্রন্থে কালিমার বর্ণনা


১. তাফসিরে ইবনে কাছির

সূরা ফাতাহ এর ২৬ নং আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাছির বলেন:

وقال الله جل ثناؤه والزمهم كلمة التقوى وكانوا احق بها واهلها وهى لا اله الا الله محمد رسول الله- فاستكبروا عنها واستكبرعنها المشركون يوم الحديبية

অর্থ: আল্লাহ তা’য়ালা বলেন: আর আল্লাহ তাদের জন্য তাকওয়ার কালিমা অপরিহার্য করে দিলেন। আর সে কালিমা হল: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পূর্ববর্তী লোকেরা এ কালিমা সম্পর্কে ঔদ্ধত্য প্রদর্শন করেছিল। ঠিক এমনিভাবে হুদায়বিয়ার সন্ধির দিন মুশরিকগণ এ কালিমা সম্বন্ধে অহংকার প্রদর্শন করেছিল। (সূরা ফাতাহ আয়াত: ২৬)


২. তাফসিরে কুরতুবি

ইমাম কুরতুবি সূরা কাউসারের ব্যাখ্যায় বলেছেন:

الثالث عشر قال هلال بن يساف هو لا اله الا الله محمد رسول الله

অর্থ: কাউসার শব্দের অর্থ: হেলাল ইবনে ইয়াসাফের মতে কাউসার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।



৩. তাফসিরে তাবারি



ইমাম তাবারি সূরা ফাতাহ এর ২৬ নং আয়াতের ব্যাখ্যায় বলেন:


حدثنى ابن البرقى قال ثنا عمرو بن ابى سلمة عن سعيد بن عبد العزيز عن عطاء الخراسانى (والزمهم كلمة التقوى) قال لا اله الا الله محمد رسول الله


অর্থ: আমার কাছে বর্ণনা করেছেন ইবনুল বারকি, তিনি আমর বিন আবি সালমাহ থেকে, তিনি সাঈদ বিন আব্দুল আজিজ থেকে, তিনি আত্বা আল খুরাসানি থেকে বর্ণনা করেছেন। আল্লাহর বাণী ‘আল্লাহ তাদের জন্য কালিমায়ে তাক্বওয়া অপরিহার্য করে দিলেন’ এখানে কালিমায়ে তাকওয়া হল ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলাল্লাহ।’

_________________

কিতাবঃ হাদিস নিয়ে সালাফিদের জালিয়াত

লেখকঃ হাফিজ মাওলানা মুফতি মুহাম্মদ ইকরাম উদ্দিন

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন