প্রিয় ইসলামী ভাইয়েরা!
▶আহলে সুন্নাতের কাছে মজলিশে মীলাদে পাক অতি উত্তম মুস্তাহাব কাজ এবং উচ্চ মর্যাদা সম্পন্ন নেক কাজ। (আল হাক্কুল মুবিন, ১০০ পৃষ্ঠা)
▶▪সদরুশ শরীয়া, বদরুত তরীকা হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আযমী رضي الله عنه বলেন: মীলাদ শরীফ অর্থাৎ হুযুরে আকদাস ﷺ এর সম্মানিত বিলাদতের বয়ান করা জায়িয।
এ প্রসঙ্গের এই পবিত্র মজলিশে হুযুর ﷺ এর ফযিলত ও মুজিযা জীবনী ও চরিত্র লালন-পালন ও নবুয়তের ঘটনাও বর্ণনা করা হয়। এই সকল কিছুর আলোচনা হাদীস শরীফে ও রয়েছে এবং কুরআন মজীদেও রয়েছে।
▶যদি মুসলমান নিজেদের মাহফিলে এসব বয়ান করে বরং বিশেষ করে এসব বিষয় বর্ণনা করার জন্য ̈ মাহফিলের আয়োজন করে তবে তা নাজায়েয হওয়ার কোন কারণ নেই। এই মজলিশের জন্য ̈ মানুষদের দাওয়াত দেয়া এবং অংশগ্রহণ করা নেকীর দিকে ডাকো হলো, যেমনি ভাবে ওয়াজ এবং জলসার জন্য আহবান করা হয়। লিফলেট ছাপিয়ে বন্টন করা হয়, পত্র-পত্রিকার এ বিষয়ে কলাম ছাপা হয় এবং এসবের কারণে সেই ওয়াজ ও জলসা নাজায়িয হয়ে যায় না। ঠিক তেমনিভাবে পবিত্র আলোচনার জন্য ডাকাও এই মজলিশকে নাজায়িয ও বিদআত বলা যাবে না।
🔺(বাহারে শরীয়াত, ৩য় খন্ড, ৬৪৪-৬৪৫ পৃষ্ঠা)
▶রবিয়ে পাক তুঝ পর আহলে সুন্নাত কিউ না কুরবান হো,
কে তেরী বারভি তারিখ ওহ জানে ক্বম র আয়া। (কাবালায়ে বখশিশ, ৩৭ পৃষ্ঠা)।
____________
কিতাব : তাজীমে মুস্তাফা ﷺ
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন