নবীজিকে মাটির তৈরি প্রমাণ করতে হাদিসের অপব্যাখ্যা
মুফতি মুয়াজ্জেম হোসেন আরেকজন সালাফি বক্তা। তিনি প্রায় সময় রাসূল (ﷺ) এর হাদিসকে মনগড়া ব্যাখ্যা করে সাধারণ মানুষদেরকে ধোকা দেন। তিনি রাসূল (ﷺ)কে মাটির তৈরি প্রমাণ করতে গিয়ে ইমাম বায়হাকির একটি হাদিসকে নির্লজ্জভাবে মিথ্যা অনুবাদ করেছেন। ইহা সুষ্পষ্ট প্রতারণার শামিল। আমি নিম্নে তার বক্তব্যটি হুবহু তুলে ধরলাম। তিনি বলেছেন:
‘ইমাম বায়হাকির শুয়াবুল ঈমানের ৯২৩৬ নং হাদিসটা উল্টাও। আল্লাহর নবী একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বিশ্বনবী বললেন: فلان حبشى এটা হল একটা নিগ্রোর কবর, কৃতদাসের কবর, কালো একটা লোকের কবর। কালো লোককে আরবিতে বলা হয় হাবশি। বিশ্বনবী বললেন: ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ আল্লাহ ছাড়া আমার কোন মাবুদ নাই।
এবার বিশ্বনবী সাহাবিদেরকে বললেন: এই মাটিতে যে শুয়ে আছে কিয়ামতের দিন আল্লাহ তাকে এই মাটি থেকে উঠাবেন। অতঃপর আল্লাহর নবী তিনবার বললেন: وترابة التى خلق منها আমার আল্লাহ আমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন।
সম্মানিত নবীপ্রেমিক ভাইয়েরা! এখানে মুয়াজ্জেম হোসেন সাহেব যে কতটুকু মিথ্যাচার করেছেন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আসুন আমরা প্রথমে বায়হাকির মূল হাদিসটি দেখি। তাহলে আপনারা বুঝতে পারবেন এই আজব মুফতি কতটুকু খেয়ানত করেছেন:
عن ابى سعيد الخدرى قال مر النبى صلى الله عليه وسلم بجنازة عند قبر فقال قبر من هذا؟ فقالوا قبر فلان الحبشى يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله- سيق من ارضه وسمائه الى تربته التى خلق منها-
অর্থ: হযরত আবু সাঈদ (رضي الله عنه) থেকে বর্ণিত: তিনি বলেন, একবার নবী করিম (ﷺ) একটা কবরস্থানের পার্শ্বে যানাযার নিকট দিয়ে গমন করলেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন: ‘ইহা কার কবর ? তখন সবাই বললেন: হে আল্লাহর রাসূল! ইহা অমুক হাবশির কবর। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: ‘আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই’ এই লোকটি তার পৃথিবী ও আসমান ছেড়ে ঐ মাটির দিকে চলে গেল যা থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। (শুয়াবুল ঈমান, হাদিস নং: ৯৪২৫)
বিজ্ঞ পাঠক মহলের নিকট আরজি আপনারা এবার মুয়াজ্জেম হোসেন সাহেবের অনুবাদকৃত অর্থের দিকে একটু লক্ষ্য করুন তাহলে দেখতে পারবেন তিনি কতটুকু খিয়ানত করেছেন।
আমি এখানে শুধুমাত্র তার মূল উক্তিটি সম্বন্ধে একটু পর্যালোচনা করতে চাই। তিনি বলেছেন: আল্লাহর নবী নাকি তিনবার বলেছেন: وترابة التى خلق منها অর্থাৎ আমার আল্লাহ আমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। (নাউজুবিল্লাহ মিন জালিক)
এখানে তিনি যে আরবি ইবারত বলেছেন: ইহা তার স্বরচিত কথা। ইহা মূল হাদিসের ইবারত নয়। আবার তার রচিত ইবারতের অর্থও যদি করা হয় তাহলে হবে এভাবে ‘এই মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। وترابة التى خلق منها এই বাক্যের অর্থ ‘আমার আল্লাহ আমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন’ ইহা ডাহা মিথ্যা কথা। অথচ রাসূলুল্লাহ (ﷺ) ঐ মৃত ব্যক্তি সম্বন্ধে বলেছেন: ‘এই লোকটি এ আসমান জমিন ত্যাগ করে ঐ মাটির দিকে চলে গেল, যা থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন।
_________________
কিতাবঃ হাদিস নিয়ে সালাফিদের জালিয়াত
লেখকঃ হাফিজ মাওলানা মুফতি মুহাম্মদ ইকরাম উদ্দিন
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন