সুন্নাতের ফযীলত
** হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু আনহু বলেন,রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন," যে ব্যক্তি আমার উম্মত বিগড়িয়ে যাওয়ার কালে আমার সুন্নাতকে দৃঢভাবে আঁকড়িয়ে ধরবে,তার জন্য একশত শহীদের সাওয়াব রয়েছে।( বায়হাকী এটাকে কিতাবুজ জোহদে বর্ণনা করেছেন,কিন্তু ইবনে আব্বাস থেকে। আবু হুরায়রা থেকে নয়। মিশকাত শরীফ,হাদীস নং- ১৬৭, পৃ:- ৬৬)।
** হযরত বেলাল ইবনে হারেস মুযানী
রদ্বিয়াল্লাহু আনহু বলেন,রসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন," যে ব্যক্তি আমার সুন্নাত সমূহের এমন কোন সুন্নাতকে যিন্দা করেছে,যা আমার পর পরিত্যক্ত হয়ে গিয়েছিলো,তার জন্য সেসব লোকের সাওয়াবের পরিমান সাওয়াব রয়েছে; যারা এটার সাথে আমল করবে,অথচ এতে তাদের সাওয়াবের কোন অংশ হ্রাস করবে না। পক্ষান্তরে,যে ব্যক্তি কোন গোমরাহীর নতুন পথ সৃষ্টি করেছে; যাতে আল্লাহ ও তাঁর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাজী নন,তার জন্য সেসব লোকের গোনাহের পরিমান গোনাহ রয়েছে।যারা তার সাথে আমল করবে, অথচ তা তাদের গুনাহর কোন অংশ হ্রাস করবে নআআ। (তিরমিযী। কিন্তু ইবনে মাজাহ এটা সাহাবী কাসীর ইবনে আবদুল্লাহ ইবনে আমর থেকে রেওয়ায়েত করেছেন।তিনি তার দাদার মাধ্যমে স্বীয় পিতা থেকে। মিশকাত শরীফ,হাদীস নং- ১৬১, পৃ:- ৬৫)।
__________________
ফয়যানে শরিয়ত ও মারফত (আমলের ভান্ডার)
লেখক : মুহাম্মাদ আবদুল কাদির মাহী
একটি মন্তব্য পোস্ট করুন