ওয়াহাবীদের আলামত


ওয়াহাবীদের কয়েকটি আলামতঃ


সে বে-দ্বীন ওয়াহাবীদের আলামত সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছেঃ

(১) তোমরা তোমাদের নামায, রোযা ও আমলকে তাদের নামাজ, রোযা ও আমলের সামনে তুচ্ছ মনে করবে ।

(২) কোরআন পড়বে, অথচ তা তাদের কণ্ঠনালীর নীচে অবতরণ করবে না অর্থাৎ অন্তরে মােটেই প্রভাব সৃষ্টি করবে না।

(৩) তারা সুন্দর সুন্দর কথা বলবে। ধর্ম থেকে তারা এভাবে বেরিয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বেরিয়ে পড়ে। অতঃপর আর প্রত্যাবর্তন করবে না।

(৪) তাদের অন্য একটি আলামত হল মাথা মুন্ডানো। আকীকা, হজ ও ওমরা ছাড়া অযথা মাথা মুণ্ডানো সুন্নতের পরিপন্থী, এটা সম্প্রদায় বিশেষের আলামত।

(৫) পরনের লুঙ্গি প্রয়োজনের বেশী দৃষ্টি কটুভাবে উঁচু করে পরা।

 লাহোর থেকে সূফী আহমদ দ্বীন (আ'লা হযরত (রাঃ) এর খেদমতে) আরজ,

 হে মুসলিম মিল্লাতের আলেম সমাজ ও কর্ণধার! আপনাদের জ্ঞানে আমাদেরকে ফয়ূজপ্রাপ্ত করুন।

আল্লাহ রাব্বল আলামীন আপনাদের ফয়ুজাত স্থায়ী করুন।


________________

কিতাবঃ ওয়াহাবীদের ভ্রান্ত আকিদাহ ও তাদের বিধান।

মুলঃ আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী (রহঃ)।

ভাষান্তরঃ মাওলানা মুহাম্মদ ইছমাইল।

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন