ওয়াহাবীদের ভ্রান্ত আকিদাহ ও তাদের বিধান
আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু।
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি গোটা জাহানের সৃষ্টিকর্তা এবং লাখো-কোটি সালাত ও সালাম শরীয়ত প্রবর্তক হাবীবে পাক (ﷺ) হেদায়েতের সমুজ্জল নক্ষত্র আসহাবে কেরাম এবং খাস বান্দাদের খেদমতে, যাঁদের জীবন সাফল্য মন্ডিত।
ওয়াহাবীদের ক্রমধারা ওয়াহাবী একটি বিধর্মী ফের্কা, যারা রাসুল (ﷺ) ’র মান-মর্যাদার কথা শুনে জ্বলে উঠে এবং বিভিন্নভাবে মাহবুবে খোদার (ﷺ) শান মান নিশ্চিহ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়। এ দলের মূল-উৎস হল ইবলীস-শয়তান, যে সায়্যিদুনা হযরত আদম (আ.) কে সম্মান করার ব্যাপারে আল্লাহর হুকুমকে অমান্য করে বসে এবং অভিশপ্ত হয়। পরবর্তীতে সে ইবলীসের পদাংকানুসারী যুল-খুওয়াইসারা তামীমী নামক এক ব্যক্তির আবির্ভাব হয়। সে নবীর (ﷺ) সুমহান মর্যাদাকে অবজ্ঞা করে। এরপর খারেজী ফের্কা সে রাস্তা বেয়ে চলতে থাকে।
▪ যাদেরকে আমীরুল মুমিনীন হযরত আলী (রা.) হত্যা করলে মুসলমানরা স্বস্তিবোধ করেন এবং খােদার প্রশংসা করেন। এজন্য যে, খোদা এসব অপবিত্র ব্যক্তি হতে যমীনকে পাক করেছেন। হযরত আলী (রা.) এ কথা শুনে বললেন যে, এ তো শেষ নয়; বরং মায়ের জরায়ু ও বাপের পিঠে আরো অনেক রয়েছে। যখন একটি শিং কর্তিত হয় আরেকটি শিং গজায়। এমনিভাবে তাদের শেষটি দাজ্জালের সাথে বের হবে।
এ হাদিস শরীফ অনুপাতে বুঝা যায় প্রত্যেক যুগে এ বদ আকীদায় বিশ্বাসীরা নতুন নতুন নাম ধারণ করতঃ প্রকাশিত হতে থাকবে।
▪ এমনকি দ্বাদশ শতাব্দীতে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। নজদী সে ফেরকার ধারক-বাহক হয়। সে কিতাবুত তাওহীদ' রচনা করে নবী, ওলীগণ এবং খোদ ছরকারে দো'আলম (ﷺ) এর শানে ইচ্ছা মাফিক কটুক্তি করে। তারই দিকে সম্পর্কিত করে এ ফেরকার নাম হয় নজদী-ওয়াহাবী ।
▪ ভারতবর্ষে এ বাতিল ফের্কার প্রাদুর্ভাব হয় মৌলভী ইসমাঈল দেহলভীর মাধ্যমে। সে কিতাবুত তাওহীদের ব্যাখ্যাগ্রন্থ ‘তাকুবিয়াতুল ঈমান' এর কয়েক (প্রায় সত্তর) জায়গায় তাঁর ভ্রান্ত আকীদা এ বলে ব্যক্ত করেছে যে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ও মানো না, অন্যদের মান্য করা বোকামী। এদের অনুসারীরা সকলেই আকীদাগত অভিন্ন কিন্তু আমলগতভাবে কিছুটা মতপার্থক্য পরিলক্ষিত হয়। কেউ তাকলীদ (ইমামের আনুগত্য করা) কে মানে আর কেউ মানে না। গায়রে মুকাল্লিদীনদের ওয়াহাবী নেতা হল নযীর হোছাইন দেহলভী, আর মুকাল্লিদীনদের মধ্যে রয়েছে রশীদ আহমদ গাংগুহী, কাসেম নানুতুভী এবং তাদের উত্তরসূরী আশরাফ আলী থানভী প্রমুখ।
________________
কিতাবঃ ওয়াহাবীদের ভ্রান্ত আকিদাহ ও তাদের বিধান।
মুলঃ আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী (রহঃ)।
ভাষান্তরঃ মাওলানা মুহাম্মদ ইছমাইল।
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন