আহলে বাইতের ফযীলত
** পবিত্র কুরআনে এরশাদ হয়েছে :- " ক্বুল্লা আছ আলুকুম 'আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল ক্বুরবা",অর্থাৎ হে রসূল! আপনি বলুন হে মানুষ, তোমাদেরকে (পথ প্রদর্শন ও ধর্ম প্রচার)এর বিনিময়ে তোমাদের নিকট হতে আমার আত্মীয়
(বংশধরদের প্রতি মুহাব্বত ছাড়া) অন্য কোন
প্রতিদান চাই না।" এই আয়াতে করীমা নাযিল হবার পর সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রসূলাল্লাহ! আপনার আত্মীয় কারা? যাদের প্রতি ভালবাসা, সৌহার্দ আমাদের উপর ফরয করা হয়েছে? নবী আকরাম সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেলেন,"
তারা হল আলী,ফাতিমা,আর তাদের সন্তানদ্বয়। ( ইবনুল মুনযির,ইবনে আবী হাতীম,ইবনে মারদাওয়াইহ তাদের তাফসীরে,
তাবরানী তাঁর ' মু' জাম আল কবীর,যারক্বানী আলাল মাওয়াহিব,সাওয়াইক্বে মুহরিক্বা,
আহলে বায়তের ফযীলত, পৃ:- ৯ ও দরসে হাদীস,পৃ:- ৬২)।
** হযরত আয়েশা রদ্বিয়াল্লাহু আনহা বলেন, একদা ভোরে নবী করিম সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম একটা কালো বর্ণের
পশমী নকশী কম্বল গায়ে দিয়ে বের হলেন।
এমন সময় হাসান ইবনে আলী সেখানে
আসলেন,তিঁনি তাঁকে কম্বলের ভিতরে ঢুকিয়ে
নিলেন। তারপর হুসাইন আসলেন,তাঁকেও তাতে ঢুকিয়ে নিলেন। অত:পর ফাতেমা
আসলেন,তাঁকেও তার ভিতরে ঢুকিয়ে নিলেন।
তারপর আলী আসলেন,তাঁকেও তার ভিতরে
ঢুকিয়ে নিলেন।অত:পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআনের এই আয়াতটি পড়লেন - আয়াতের অনুবাদ :- " হে আমার আহলে বাইত! আল্লাহ তায়ালা তোমাদেরকে গোনাহের অপবিত্রতা হতে সম্পূর্ণরুপে পরিষ্কার - পরিচ্ছন্ন রাখতে চান। (মুসলীম মিশকাত শরীফ,হাদীস নং- ৫৮৭৬,
পৃ:- ৯০৮)।
** হযরত আবু যর গিফারী রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,তিনি কা'বা শরীফের দরজা ধরে বললেন,আমি নবী করীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি,
সাবধান! আমার আহলে বায়ত হলো তোমাদের জন্য নূহ আলাইহিস সালাম এর
নৌকার ন্যায়।যে তাতে আরোহন করবে - সে
রক্ষা পাবে। আর যে তা হতে পশ্চাতে থাকবে, সে ধবংস হবে। ( মুসনাদে ইমাম আহমদ,ইমাম তাবরানী,আহলে বায়তের ফযীলত,পৃ:- ১৯ - ২০,মিশকাত শরীফ,হাদীস নং- ৫৯২৩,
পৃ:- ৯১৬)।
** ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু আনহু বলেন,
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন," তোমরা আল্লাহকে মহব্বত করো। কেননা,তিনি তোমাদের প্রতি খাদ্য - সামগ্রীর মাধ্যমে অনুগ্রহ করে থাকেন।আর আমাকে ভালবাস,যেহেতু আমি আল্লাহর হাবীব। আর আমার আহলে বায়তকে ভালবাস আমার মহব্বতে।( তিরমিযী,ইমাম তিবরানী ও হাকিম,
মিশকাত শরীফ,হাদীস নং- ৫৯২২,পৃ:- ৯১৬,
আহলে বায়তের ফযীলত,পৃ:- ১২)।
** হযরত যায়েদ ইবনে আরকাম রদ্বিয়াল্লাহু আনহু বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী, ফাতিমা,হাসান এবং হুসাইন রদ্বিয়াল্লাহু আনহু সম্পর্কে
বলেছেন,"যে কেউ তাদের প্রতি শত্রুতা পোষণ করে,আমি তাদের শত্রু। পক্ষান্তুরে যে তাদের সাথে ( আপনজনের মত) সদ্ব্যবহারকরে,আমি তাদের সাথে সদ্ব্যবহার করব।
( তিরমিযী,মিশকাত শরীফ,হাদীস নং- ৫৮৯৪,
পৃ:- ৯১১)।
** হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু আনহু
বলেন,একদা দিনের একাংশে আমি রসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে বের হলাম। অবশেষে তিনি হযরত ফাতেমার
ঘরের নিকট এসে বললেন,খোকা এখানে আছ কি? খোকা এখানে আছ কি? অর্থাৎ "
হাসান"। অনতিবিলম্বে তিনি দৌড়ে আসলেন
এবং একে অন্যের গলা জড়িয়ে ধরলেন। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম বললেন," হে আল্লাহ! আমি তাকে
ভালবাসি,তুমিও তাকে ভালবাস। আর যে
তাকে ভালবাসবে -তুমি তাকেও ভালবাসো।
(বুখারী ও মুসলিম,মিশকাত শরীফ,হাদীস নং-
৫৮৮৩,পৃ:- ৯০৯।
** ইবনু আদী তাঁর রচিত " আল ইকলীল" নামক কিতাবে হযরত আবু সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন,তিনি বলেন; রসুলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন," যারা আমাদেরকে তথা আহলে বাইতকে অপছন্দ করবে তারা মুনাফিক্ব। (আহলে বায়তের ফযীলত,
পৃ:- ১৪)।
** ইবনু আবী শাইবা ও মুসাদ্দাদ তাঁদের"
মুসনাদ" এ হাকীম তিরমিযী তাঁর " নাওয়াদেরুল উসুলে"- এবং আবু ইয়ালা ও
তাবরানী হযরত সালমাহ ইবনে আকওয়া
রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন,তিনি
বলেন; রসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম এরশাদ করেন", তারকারাজী
আসমানবাসীর জন্য নিরাপত্তা এবং আমার
আহলে বাইত হলেন আমার উম্মতের জন্য
নিরাপত্তা বা রক্ষা কবচ।( আহলে বায়তের
ফযীলত,পৃ:- ১৮)।
** ইমাম তিরমিযী হযরত জাবির রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন,তিনি
বলেন; রসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম এরশাদ করেন,"হে মানব সকল!
আমি তোমাদের নিকট এমন দুটি মূল্যবান বস্তু
রেখে যাচ্ছি,যে দুটি মজবুত ভাবে আকঁড়ে
ধরলে তোমরা কখনও পথভ্রষ্ট হবে না। একটি
হলো,কিতাবুল্লাহ।আর অপরটি হলো - আমার "ইতরত" বা বংশধর।( আহলে বায়তের ফযীলত,পৃ:- ২৬)
** খতিব আল - বাগদাদী তাঁর " তারীখে
বাগদাদ" -এ হযরত আলী রদ্বিয়াল্লাহু আনহু
থেকে বর্ণনা করেন,তিনি বলেন; রসূলে করীম
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ
করেন," আমার শাফায়াত আমার উম্মতদের
মধ্যে একমাত্র তাদের জন্য, যারা আমার
আহলে বাইতকে ভালবাসে।( আহলে বায়তের
ফযীলত,পৃ:- ২৬)।
** ইমাম তাবরানী হযরত আবদুল্লাহ ইবনে
আব্বাস রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা
করেন, তিনি বলেন; রসূলে করীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন,"
কিয়ামত দিবসে কোন বান্দার উভয় পা
ততক্ষন পর্যন্ত স্থির হবে না,যতক্ষন না তাকে
প্রশ্ন করা হবে চারটি বিষয়ে:
১/ তার জীবন বা হায়াত সম্পর্কে, যা সে কোথায় শেষ করেছে।
২/ তার দেহ সম্পর্কে,যা সে কোথায় ক্ষয় করেছে।
৩/ তার মাল সম্পর্কে, যা সে কোথায় ব্যয় করেছে এবং কোথা থেকে তা আয় করেছে। এবং
৪/ আমাদের তথা আহলে বায়তের ভালবাসা সম্পর্কে।( আহলে বায়তের ফযীলত,পৃ:- ২৭)।
** ইমাম দায়লামী তাঁর " আল - ফেরদৌস"- এ হযরত আলী রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন,তিনি বলেন; রসূলে করীম
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ
করেন," চার শ্রেনীর মানুষের জন্য আমি
ক্বিয়ামত দিবসে সুপারিশ করবো:
১/ আমার পরিবার - পরিজনের প্রতি সম্মান
প্রদর্শনকারী,
২/ তাদের চাহিদা পূরণকারী,
৩/ তাদের নানা সমস্যা সমাধানের চেষ্টাকারী,
বিশেষ করে যখন কোন ক্ষেত্রে তারা নিরুপায় হয়ে পড়ে এবং
৪/ তাদের প্রতি হৃদয় ও রসনায় ভালবাসা প্রদর্শনকারী। ( আহলে বায়তের ফযীলত,
পৃ:- ২৯)।
** ইমাম দায়লামী হযরত আবু সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন,তিনি বলেন; রসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন," আমার আহলে বায়ত ও আনসারীগণ হলেন আমার পাকস্থলী ও ত্বকের ন্যায়। আর আমার সাহাবীগণ হলেন, আমার আনন্দ ও আমানতের স্থান। সুতরাং তোমরা তাদের ভাল দিকগুলো গ্রহন করো এবং খারাপ দিকগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ। ( আহলে বায়তের ফযীলত,পৃ:- ৩১)।
** ইমাম ইবনে আসাকির হযরত আলী
রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন,তিনি
বলেন;রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম এরশাদ করেন,"যে ব্যক্তি আমার আহলে বায়তের কারো প্রতি কোন প্রকার
অনুগ্রহ করবে,আমি তাকে ক্বিয়ামতের দিনে
তার যথাযথ পুরষ্কার প্রদান করবো।( আহলে
বায়তের ফযীলত,পৃ:- ৩২)।
** হযরত ইয়া'লা ইবনে মুররাহ রদ্বিয়াল্লাহু
আনহু বলেন,রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম বলেছেন," হুসাইন আমার হতে
আর আমি হুসাইন হতে।যে হুসাইনকে ভালবাসবে, আল্লাহ তাকে ভালবাসবেন।
হুসাইন বংশ সমূহের মধ্যে একটি বংশ।
(তিরমিযী,মিশকাত শরীফ,হাদীস নং- ৫৯০৯,
পৃ:- ৯১৩)।
নোট:- আহলে বায়তগণের ফযীলত সমন্ধে ইমাম আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমাতুল্লাহি
আলাইহি - ৬০ খানা হাদীস শরীফ নিয়ে "
ইহইয়াউল মায়ত বি ফাদ্বা - ইলি আহলিল
বায়ত বা আহলে বায়তের ফযীলত " নামে
একটি কিতাব প্রণয়ন করেছেন ( যার থেকে
এখানে কিছু হাদীস শরীফ উল্লেখ করা
হয়েছে)।
মহান আহলে বায়তগণের ফযীলত ও মর্যাদা সম্পর্কে বিস্তারিত জানতে উক্ত
কিতাবখানা পাঠ করার জন্য বিশেষভাবে
অনুরোধ রইলো।
__________________
ফয়যানে শরিয়ত ও মারফত (আমলের ভান্ডার)
লেখক : মুহাম্মাদ আবদুল কাদির মাহী
একটি মন্তব্য পোস্ট করুন