শাফায়াত

 

শাফায়াত


** নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন," যে ব্যক্তি আমার রওযা মোবারক যিয়ারত করবে,তার জন্য আমার শাফায়াত ওয়াজিব (বাধ্যতামূলক) হয়ে যাবে।( দারে কুতনী ও ইমাম বায়হাকী, আহকামুল মাযার ( মাযারের বিধান), পৃ:- ৩৫;কৃত: অধ্যক্ষ হাফেজ মুহাম্মাদ আবদুল জলীল রহমাতুল্লাহি আলাইহি)।


** হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন,"যে ব্যক্তি শুধু আমার যিয়ারতের উদ্দেশ্যেই আমার রওযাপাকে আসবে,অন্য কোন প্রয়োজনে নয়।তখন আমার উপর কর্তব্য হয়ে পড়বে যেন,আমি কিয়ামত দিবসে তার জন্য সুপারিশকারী হই। (তাবরানী,মু'জামে কবীর,নূরুল ঈমান,কৃত : আল্লামা আব্দুল হালীম লক্ষ্মৌভী;আমলে শরিয়ত ও সহীহ নামায শিক্ষা,পৃ:- ৮১)।


** হযরত ইবনে ওমর রদ্বিয়াল্লাহু আনহু

বলেন,রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

সাল্লাম বলেছেন," যে মদীনায় মরতে পারে,সে যেন তাতে মরে।কেননা,যে মদীনায় মরবে আমি তার জন্য (বিশেষভাবে) সুপারিশ করব।( মুসনাদে আহমদ ও তিরমিযী শরীফ,

মিশকাত শরীফ, হাদীস নং- ২৬৩০,পৃ:-৩৯১)।


** খাত্তাব পরিবারের এক ব্যক্তি (সাহাবী) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: যে শুধু আমার যিয়ারত উদ্দেশ্যে এসে আমার যিয়ারত করবে,কিয়ামতের দিন সে আমার পার্শ্বে থাকবে,আর যে মদীনাতে বসবাস এখতিয়ার করবে এবং তার কষ্টে ধৈর্যধারন করবে; কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী বা সুপারিশকারী হব এবং যে দু ' হেরেম শরীফের কোন একটিতে মৃত্যুবরণ করবে,

কিয়ামতের দিন তাকে আল্লাহ তায়ালা বিপদমুক্তদের অন্তর্গত করে উঠাবেন।(বায়হাকী শুআবুল ঈমানে; মিশকাত শরীফ,

হাদীস নং- ২৬৩৫,পৃ:- ৩৯২)।


** হযরত আবু সাঈদ রদ্বিয়াল্লাহু আনহু

বলেন,রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

সাল্লাম বলেছেন," আমার উম্মতের কোন

ব্যক্তি এমন হবে, যে বিরাট একটি দলের জন্য

সুপারিশ করবে; কেউ একটি গোত্রের জন্য

সুপারিশ করবে।আবার কেউ আপন আত্মীয় -

স্বজনের জন্য সুপারিশ করবে,আবার কেউ শুধু একটি লোকের জন্য সুপারিশ করবে।অবশেষে আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে। (তিরমিযী শরীফ; মিশকাত শরীফ,

হাদীস নং- ৫৩৬২,পৃ:- ৭৯৬)।


** হযরত আনাছ রদ্বিয়াল্লাহু আনহু

বলেন,রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

সাল্লাম বলেছেন," জাহান্নামীগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে,তখন জান্নাতী এক ব্যক্তি তাদের নিকট দিয়ে অতিক্রম করবে।এ সময় জাহান্নামীদের সারি থেকে এক ব্যক্তি বলবে হে অমুক! তুমি কি আমাকে চিনতে পারোনি? আমি সেই ব্যক্তি, যে একদিন তোমাকে পান করিয়েছিলাম।আর একজন বলবে,আমি সেই ব্যক্তি; যে একদিন তোমাকে অযুর পানি দিয়েছিলাম।তখন সে বেহেশতি ব্যক্তি তার জন্য সুপারিশ করবে এবং জান্নাতে নিয়ে যাবে।( ইবনে মাজাহ শরীফ;মিশকাত শরীফ,

হাদীস নং- ৫৩৬৪,পৃ:- ৭৯৬)।


** হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,"আমার শাফায়াত লাভের ব্যাপারে কিয়ামতের দিন সে ব্যক্তিই সর্বাপেক্ষা সৌভাগ্যবান হবে,যে তার অন্তর বা মন থেকে একান্তভাবে নিষ্ঠা সহকারে " লা - ইলাহা ইল্লাল্লাহু " বলেছে।( বুখারী শরীফ, মিশকাত শরীফ,হাদীস নং- ৫৩৩৭,পৃ:- ৭৮৯)।

__________________

ফয়যানে শরিয়ত ও মারফত (আমলের ভান্ডার)

লেখক : মুহাম্মাদ আবদুল কাদির মাহী

Post a Comment

নবীনতর পূর্বতন